২০২৫ আসতে আর বেশি দেরি নেই। কয়েক সপ্তাহ পেরোলেই নতুন একটা বছর । নতুন আশা । নতুন রেজলিউশন। জীর্ণ পুরাতনকে বিদায় দিয়ে সত্যি সত্যিই সৌভাগ্যের পথের সওয়ারি হতে চলেছেন কয়েকটি রাশির জাতকরা। যাঁরা ২০২৫ সালে শনির প্রকোপ থেকে মুক্ত হচ্ছেন, তাঁদের ভাগ্যে সোনালি রেখা দেখা যাবে অতি শীঘ্রই।
২০২৫ সালে শনি গ্রহ পরিবর্তিত হতে চলেছে। নতুন রাশিতে পা রাখবেন বড়ঠাকুর। আনুমানিক আড়াই বছর পর পর শনি নতুন রাশিতে পা রাখে। শনি হল সবচেয়ে ধীর গতির গ্রহ। শনি একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় নেয়। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে শনির গোচর হয়েছিল কুম্ভ রাশিতে । তারপর থেকে এখন পর্যন্ত শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনি । আবার ২০২৫ সালের ২৯ মার্চ শনির পরবর্তী যাত্রা । এবার গন্তব্য মীন রাশি।
২০২৫ সালে শনির গমনের ফলে যে রাশির জাতক জাতিকারা শনির সাড়ে এবং শনির ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন, কার্যত তাঁদেরই ভাল দিন শুরু। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কোনগুলি। ২০২৫ সালে শনিদেব তাঁর আশীর্বাদ বর্ষণ করতে পারেন এইসব রাশির উপর। শনির ধইয়া আড়াই বছর স্থায়ী হয়। আর শনির সাড়ে সাতির মেয়াদ সাড়ে সাত বছর।
২০২৫ সালে কয়েকটি রাশি শনির প্রভাব থেকে মুক্তি পাবেন। এখন কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের উপর শনির ধইয়া চলছে । ২০২৫ সালে, মীন রাশিতে শনির গমন হবে। উভয় রাশিই শনির প্রভাব থেকে মুক্তি পাবে । সিংহ ও ধনু রাশির জাতকদের উপর শনির ধইয়ার প্রভাব শুরু হবে।
২০২৫ সালে, একটি রাশি আবার মুক্তি পাবে সাড়ে সাতি থেকে। বর্তমানে মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি চলছে। যে কোনো রাশিতে সাড়ে সাত বছর স্থায়ী হয় এই পরিস্থিতি। এর তিনটি পর্যায় রয়েছে। ২০২৫ সালে, মকর রাশির জাতকদের শনির সাড়ে সাতি শেষ হবে । মেষ রাশির শুরু হবে সাড়ে সাতির প্রথম ধাপ। এছাড়াও, মীন রাশির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব এবং কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।