নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে সারা বিশ্বের মানুষেরই উৎসাহ। কারণ তিনি  পৃথিবীর বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে বলে রেখেছেন বহু বছর আগেই ।  ৯/১১ য় ওয়ার্ল্ডট্রেড সেন্টারের উপর হামলার ঘটনারও নির্ভুল ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস।


এই ফরাসী ভবিষ্যত্‍বক্তার ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে  বেশির ভাগই মিলে গিয়েছে।  যেমন ,করোনা অতিমারী,  হিটলারের উত্থান, আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা ইত্যাদি। তবে ২০২৫ সম্পর্কেও তার ভাবনা চিন্তা গা-শিউরে ওঠার মতোই। 


বিশ্বের সবচেয়ে বিখ্যাত দুই ভবিষ্যৎ বক্তা  নস্ত্রাদামুস ও  বাবা  ভাঙ্গা। ২০২৫ সালের বিষয়ে দুজনের অনুমানেই রয়েছে ভয়াবহ ইঙ্গিত। দুই জনের মতেই, আগামী বছর ইউরোপে ভয়াবহ বিপর্যয় ঘটবে। বাবা ভাঙ্গার মতে, এই ধ্বংসযজ্ঞ ইউরোপ মহাদেশের জনসংখ্যাকেও প্রভাবিত করবে।  তার প্রভাব কি ভারতীয় উপমহাদেশে পড়বে ? তা নিয়ে অবশ্য তেমন কিছু বলেননি তিনি। 
 
নস্ত্রাদামুস ও  বাবা  ভাঙ্গা ২০২৫ সালে ইউরোপে ভয়াবহ যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন। ষোড়শ শতাব্দীর ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণী করেছিলেন কীভাবে ইউরোপের বেশির ভাগ দেশ নৃশংস যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে, বাবা ভাঙ্গাও ২০২৫ সালে ইউরোপে যুদ্ধের পূর্বাভাস দিয়েছেন। এদিন ২০২৪ সাল জুড়ে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি দেখেছে বিশ্ববাসী । তাহলে কি সেদিনের জ্বালা একটু জুড়োবে? বলবে ভবিষ্যৎ। 


বুলগেরিয়ান জ্যোতিষ  বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সর্বদা মানুষকে বেবাক বানিয়ে দিয়েছে। তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই অন্ধ ছিলেন । নিজের মৃত্যুর তারিখ আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। বাবা ভাঙ্গার মতে, ২০২৫ সালের যুদ্ধের কারণে মহাদেশের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। এই ধ্বংসযজ্ঞ এত বড় হবে যে মানুষকে বেঁচে থাকার জন্য নতুন সম্পদের সন্ধান করতে হবে। এই ভবিষ্যদ্বাণী শুনে নিশ্চিন্ত থাকতে পারছেন না এই উপমহাদেশও। সম্প্রতিকালে বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তপ্ত উপমহাদেশ। 


বাবা ভাঙ্গা এর আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা সত্য প্রমাণিত হয়েছিল। শুধু তাই নয়, আমেরিকায় বড় হামলার বিষয়ে তার ভবিষ্যদ্বাণীও সত্য প্রমাণিত হয়। বাবা ভাঙ্গা  ২৭ বছর আগে মারা যান। কিন্তু তিনি ৫০৭৯ পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি দাবি করেছেন যে পৃথিবী ৫০৭৯ সালে শেষ হবে। 


দাবি করা হয় যে তিনি করোনা ভাইরাস সম্পর্কে জানিয়ে গিয়েছিলেন আগেই। ১৯৮৬ সালে ইউক্রেনে চেরনোবিল বিপর্যয় এবং ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন । ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন  ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট (বারাক ওবামা ) হবেন কৃষ্ণাঙ্গ আর তিনিই শেষ কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হবেন।