কলকাতা : ২০২৫ সালে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। যে তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু ও কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনে আগামী বছরে ভাগ্য খুলে যাবে ৫ রাশির।
কাদের কপাল খুলছে পরের বছরে ?
বৃষ রাশি- ২০২৫ সাল বৃষ রাশির জাতকদের জন্য চমৎকার হতে চলেছে। এই রাশির জাতকরা সব ধরনের সাফল্য পাবেন। সম্পদ ও সম্মান বাড়তে পারে। সারা বছর ভাগ্য আপনার পক্ষে থাকবে। আসছে বছরে অনেকবার ভাল খবর পাওয়া যাবে। আর্থিক সমস্যা দূর হবে এবং লাভের যথেষ্ট সুযোগ থাকবে। দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে।
মিথুন রাশি - ২০২৫ সালজুড়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের উপর। সুখে ভরপুর হবে বছরটি। সব ধরনের ইচ্ছা পূরণ হবে। যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল, নতুন বছরের শুরুতে তাতে সফল হতে থাকবেন। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অনেকে জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসবে। যে কারণে আগামী বছরে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভাল হবে।
মকর রাশি - ২০২৫ সাল সাফল্যে ভরপুর হবে মকর রাশির জাতক জাতিকাদের জীবন। আপনার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে এবং সারা বছর মন খুশি থাকবে। চাকরিজীবীরা নতুন ও বিস্ময়কর সুযোগ পাবেন। ব্যবসায় ক্রমাগত লাভ।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের দিকেও মুখ তুলে তাকাবে ২০২৫ সাল। জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং আগের চেয়ে ভাল অবস্থা থাকবে। মনে খুশি এবং পরিবারে সুখ আসতে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে ২০২৫ সাল ভাল যাবে। এই বছরটি আপনার জন্য বাড়তি লাভের হবে।
মীন রাশি- কর্মজীবন ও ব্যবসায় একের পর এক সাফল্য আসবেই। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক লাভের সুযোগ বাড়বে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। নতুন বছর মীন রাশির জাতকদের জন্য সাফল্যে পূর্ণ হবে। এ বছর বাড়ি-গাড়ির সুখ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে