কলকাতা : শনি গ্রহকে কর্মের দাতা বলা হয়। অর্থাৎ, শনি সকলকে তাদের কর্ম অনুসারে ফল দেয়। শনির রাশিচক্রের পরিবর্তন সমস্ত রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে। যে রাশির জাতক জাতিকাদের উপর খারাপ নজর থাকে, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পঞ্চাং অনুসারে (According to the Panchang), শনি গ্রহ ১২ জুলাই অর্থাৎ আজ, মঙ্গলবার কুম্ভ রাশি (Aquarius) থেকে বিদায় নেবে এবং মকর রাশিতে (Capricorn) প্রবেশ করবে। পরবর্তী ৬ মাস অর্থাৎ ১৭ জানুয়ারি, ২০২৩ সাল পর্যন্ত মকর রাশিতে থাকবে। এর পরে আবার কুম্ভ রাশিতে ফিরে আসবে। মকর রাশিতে শনির প্রবেশের ফলে এই ৩টি রাশি শনির মহাদশা থেকে মুক্তি পাবে। তাতে তারা উন্নতি করবে এবং এই রাশির জাতকদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধা বাড়বে।


শনির মহাদশা-মুক্ত কোন কোন রাশি ?


মীন রাশি : এবছর ২৯ এপ্রিল থেকে শনি দ্বারা প্রভাবিত। আজ, ১২ জুলাই শনি কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করলে, কিছু সময়ের জন্য এই রাশি থেকে শনির প্রভাব দূর হবে। মীন রাশির লোকেরা আজ, ১২ জুলাই থেকে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত শনির অর্ধশত থেকে মুক্ত থাকবে।


আরও পড়ুন ; মৃত্যুর পর কোন 'দুনিয়ায়' ? নিজের রাশিফল থেকে কীভাবে বুঝবেন ?


কর্কট : গত ২৯ এপ্রিল থেকে শনি ধাইয়া কর্কট রাশিতে শুরু হয়েছিল। তবে, আজ, ১২ জুলাই মকর রাশিতে শনি গ্রহের প্রবেশের সাথে সাথে মীন রাশি আগামী ৬ মাস শনি ধইয়ার প্রভাব থেকে মুক্ত থাকবে।


বৃশ্চিক : কর্কট রাশির পাশাপাশি, বৃশ্চিক রাশির জাতকদের উপরও গত ২৯ এপ্রিল-এ শনি ধাইয়া শুরু হয়েছিল। আজ, ১২ জুলাই থেকে ২০২৩-এর ১৭ জানুয়ারি পর্যন্ত শনি মকর রাশিতে থাকবে। এই সময়ে এই রাশিতে শনি ধাইয়ার কোনও প্রভাব পড়বে না। কিন্তু এর পরে, যখন শনি আবার কুম্ভ রাশিতে আসবে, তখন তার উপর আবার শনির ধাইয়া শুরু হবে। যা ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত থাকবে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)