কলকাতা: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কার্তিক দেব দীপাবলি প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। একে কার্তিকও বলা হয়। কথিত আছে, এই দিনে দেবতার ভগবান মহাদেব ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করে তিন জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এই অসুরের অবসানের পর দেব-দেবীরা কাশীতে সমবেত হন এবং প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেন।
এমনটা বিশ্বাস করা হয় যে কার্তিক পূর্ণিমায় আচার-অনুষ্ঠান সহকারে ভোলানাথের পূজা করে এবং সন্ধ্যায় গঙ্গা আরতি করলে মানুষের সমস্ত দুঃখ দূর হয়। এর পাশাপাশি কাঙ্খিত ফল পাওয়া যায়। এই ১৫ নভেম্বর দেব দীপাবলি পালিত হচ্ছে। জ্যোতিষীদের মতে, এবার কার্তিক পূর্ণিমায় ভাদ্র মাসসহ অনেক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে। যাঁরা এই যোগের সান্নিধ্যে উপাসনা করেন, তাঁদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হতে সময় লাগে না।
জ্যোতিষীদের মতে, এবার দেব দীপাবলিতে শুভ যোগ তৈরি হচ্ছে। এই যোগ ১৫ নভেম্বর সকাল ০৭:৩১ টায় শুরু হবে। এই সময়ে যারা পবিত্র চিত্তে শিব ও মাতা পার্বতীর পুজো করেন, তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে।
সনাতন ধর্মের পণ্ডিতদের মতে, এবার দেব দীপাবলিতে ভাদ্রবস যোগও পালন করা হচ্ছে। এটি সমাপ্তির সময় হবে বিকেল ০৪:৩৭ মিনিটে। কথিত আছে এই সময়ে ভাদ্র স্বর্গে অবস্থান করবে। শাস্ত্রে বলা আছে, ভাদ্র যখন স্বর্গে বা পাতালে বাস করেন, তখন পৃথিবীর সমস্ত জীবের সৌভাগ্য উজ্জ্বল হয়।
দেব দীপাবলি পুজোর জন্য শুভ সময়
এই বছর কার্তিক পূর্ণিমা ১৫ নভেম্বর সকাল ৬.১৯ মিনিটে থেকে শুরু হবে এবং ১৬ নভেম্বর সকাল ০২.৫৮ মিনিট পর্যন্ত চলবে। যেহেতু এই তারিখটি ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে, এইবার কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি শুধুমাত্র ১৫ নভেম্বর উদযাপিত হবে। এই দিনে পুজোর শুভ সময় সন্ধ্যা ০৫.১০ মিনিটে থেকে ০৭.৪৭ মিনিট পর্যন্ত।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে