কলকাতা : আর কয়েকদিন পরেই হনুমান জয়ন্তী। এপ্রিল মাসটি অনেক রাশির জন্য সুখবর বয়ে আনবে।  এর পাশাপাশি অনেক গ্রহের স্থান পরিবর্তনও হতে চলেছে। এপ্রিল মাসে, কিছু রাশির মানুষ হনুমান জির আশীর্বাদে সমৃদ্ধি লাভ করবেন। এপ্রিল মাসটি কয়েকটি রাশির জন্য খুব শুভ হবে। হনুমান জির বিশেষ আশীর্বাদ এই রাশিগুলির উপর বর্ষিত হবে এবং কর্মজীবন থেকে ব্যবসায় লাভ হবে। এর সঙ্গে সঙ্গে পবনপুত্র হনুমানের কৃপায় আপনার সমস্ত খারাপ কাজও শেষ হতে শুরু করবে।


গুরু চণ্ডাল যোগ


এপ্রিল মাসে শুক্রের রাশির পরিবর্তন হবে। ১৪এপ্রিল সূর্য মেষ রাশিতে গমন করবে, ২১ এপ্রিল বুধ মেষ রাশিতে গমন করবে এবং ২২ এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে গুরু চণ্ডাল যোগ গঠন করবে। সেই সঙ্গে চলতি মাসেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সমস্ত কিছুর প্রভাব কয়েকটি রাশির জন্য শুভ হতে চলেছে এবং এই রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। জেনে নিন এই শুভ রাশিগুলো সম্পর্কে।


মেষ রাশি: হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় না। হনুমান জয়ন্তীও এপ্রিল মাসে এবং হনুমানজির কৃপায় এই রাশির জাতক জাতিকারা হঠাৎ অর্থ পেতে পারেন। এর পাশাপাশি এই মাসে আপনার রাশিতে তিনটি গ্রহ থাকবে। আপনি এই সব দিক থেকে সুবিধা পাবেন। 


মিথুন রাশি : এপ্রিল মাসটি মিথুন রাশির জাতকদের জন্য ভাল খবর নিয়ে আসতে পারে। হনুমানজির কৃপায় এই মাসে অর্থ লাভ করবেন মিথুনের জাতকরা এবং চাকরিতে যুক্ত ব্যক্তিরাও নতুন কাজের সুযোগ বা পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হবেন।           


সিংহ রাশি: সূর্য হল সিংহ রাশির অধিপতি, যিনি হনুমান জির গুরু। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকরাও এই মাসে হনুমানজির আশীর্বাদ পেতে চলেছেন। এর পাশাপাশি, এই মাসের রাশিচক্রের পরিবর্তনগুলি থেকেও আপনি সুবিধা পাবেন। কর্মজীবনে অগ্রগতি হবে, আর্থিক অবস্থা মজবুত হবে, নৈতিক ক্ষমতার উন্নতি হবে এবং পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে।


বৃশ্চিক রাশি : হনুমান জির আশীর্বাদ সর্বদা এই রাশির জাতকদের উপর থাকবে, যার ফলে তাদের ঘেঁটে যাওয়া কাজও সফল হয়। এপ্রিলে এই  গ্রহের অবস্থান সম্পদ, শিক্ষায় সাফল্য এবং চাকরিতে উন্নতি আনবে।   


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)