কলকাতা : আজ ৮ নভেম্বর, কার্তিক পূর্ণিমা। বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) ঘটতে চলেছে। ধর্মীয় বিশ্বাস আছে যে, রাহু (Rahu) যখন সূর্য বা চন্দ্রকে গ্রাস করে, তখন গ্রহণ ঘটে। আসুন জেনে নেওয়া যাক এর গোপন কাহিনি।
'অমৃত-বিবাদ'-
কিংবদন্তি অনুযায়ী, দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের সময়, ১৪টি রত্নের মধ্যে অমৃতের একটি কলসও ছিল। এ জন্য দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এর সমাধানে মোহিনী একাদশীর দিন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে নিজের হাতে অমৃত কলস দেবতা ও অসুরদের মধ্যে সমানভাবে বিতরণের কথা বলেন। এরপর ভগবান বিষ্ণু দেবতা ও অসুরদের আলাদা লাইনে বসিয়ে দেন। এই সময়ে স্বরভানু নামে এক রাক্ষস মনে করেন, রাক্ষসদের সাথে কিছু ভুল হচ্ছে। তিনি ধারণা করেন যে, মোহিনী রূপে অসুররা প্রতারিত হচ্ছে। এই অবস্থায় দেবতার রূপ ধারণ করে তিনি এসে বসেন সূর্য ও চন্দ্রের পাশে। সঙ্গে সঙ্গে অমৃত পান করা হয়ে যায় তাঁর।
এদিকে সূর্য ও চন্দ্র তাকে চিনতে পেরে ভগবান বিষ্ণুকে এই কথা জানান। এতে ভগবান নারায়ণ ক্ষুব্ধ হয়ে তাঁর সুদর্শন চক্র দিয়ে রাহুর ঘাড়ে আঘাত করেন। কিন্তু ততক্ষণে রাহু অমৃত পান করে ফেলেছে। এই কারণে তার মৃত্যু হয়নি, তবে তার শরীরে দুটি ধড় পাওয়া যায়। মাথার অংশকে রাহু এবং ধড়ের অংশকে কেতু বলে। এর পর ব্রহ্মা স্বরভানুর মস্তকটি একটি সাপের দেহের সাথে সংযুক্ত করেন। এই দেহটিকে রাহু বলা হত এবং এর ধড় সাপের অপর প্রান্তের সাথে মিলিত হয়েছিল, যাকে কেতু বলা হয়। এরপর রাহু ও কেতু উভয়েই সূর্য ও চন্দ্রের শত্রু হয়ে ওঠে। তাই এই রাহু ও কেতু পূর্ণিমার দিনে চাঁদকে আঁকড়ে ধরে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন ; আজ চন্দ্রগ্রহণের দিন সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক-জাতিকাদের, কী সমস্যা ?