কলকাতা : মকর সংক্রান্তি বাঙালির একটি বিশেষ ঐতিহ্যবাহী দিন। সংক্রান্তি মানেই জমিয়ে পিঠে, পুলি, পায়েস। তবে এই সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে হয় বিশেষ পুজো। তাই মকর সংক্রান্তির তিথি নক্ষত্র জেনে রাখতে হবে। শুধু বাঙালিদের উৎসব নয়, মকর সংক্রান্তি পালিত হয় সারা দেশে একেক নামে।  গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু , তামিলনাড়ুতে পোঙ্গল নামে খ্যাত এই উৎসব।


১৪ জানুয়ারি নাকি ১৫ জানুয়ারি এই বছর মকর সংক্রান্তি কবে পালন করা হবে, তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। পঞ্জিকা অনুযায়ী, ৮.১৪ মিনিটে পড়ছে মকর সংক্রান্তি পড়ছে। তাহলে কবে তবে মকর সংক্রান্তির স্নান, পুজো অর্চনা ? বিশেষজ্ঞরা বলছেন, তিথি যেহেতু পরদিন অবধি বিস্তৃত, তাই ১৫ জানুয়ারি সূর্যোদয় কালেই হবে স্নান ও পুজো। কারণ বাঙালির সব পুজো পাঠের তিথিই সূর্যোদয়ের সঙ্গে সংযুক্ত। 


অন্যদিকে চলছে খরমাস এই মাসটি শুভ কাজের জন্য অশুভ বলে বিবেচিত হয়। এ মাসে কোনো শুভ বা শুভ কাজ করা হয় না। পঞ্চং অনুসারে, এবার খরমাস শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর ২০২২ থেকে। তাই এ মাসে কারও অন্নপ্রাশনণ,  তিলক, গৃহপ্রবেশ, বিয়ে ইত্যাদি হয় না।   এখন মল মাস কাটার অপেক্ষা। 


খরমাস কখন শেষ হবে ?

পঞ্জিকা বলছে, খরমাসও শেষ হবে যখন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মকর সংক্রান্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মল বা খরমাসের সমাপ্তি হবে। এরপরই রয়েছে পরপর বিয়ের দিন। ১৬, ১৮, ১৯, ২৫, ২৬, ২৭, ৩০, ৩১ জানুয়ারি রয়েছে বিয়ের দিন।  ২৫, ২৬ , ২৭, ৩০ জানুয়ারি রয়েছে গৃহপ্রবেশের দিন। 


এক নজরে দেখে নিন আজকের রাশিফল - 



মেষ -   বাড়িতে অশান্তি এড়ান
বৃষ -    সামলে খরচ করুন
মিথুন -  সোনা আজ কিনবেন না
কর্কট -  কর্মজীবনে কথা কাটাকাটি
সিংহ -    শ্বাসের অসুখ থেকে সাবধান
কন্যা -    বিনিয়োগ এড়িয়ে যান
তুলা -     মন কষাকষির আশঙ্কা
বৃশ্চিক -  ভ্রমণের যোগ
ধনু -  সম্পত্তি বিবাদ এড়ান
মকর -  যানবাহন কিনবেন না
কুম্ভ -  সর্দি কাশিতে কষ্ট
মীন - সংক্রামক অসুখ এড়ান