কলকাতা: ২১ জানুয়ারি রাশি পরিবর্তন করবে মঙ্গল। উল্লেখ্য বর্তমানে মঙ্গল বক্রী গতিতে বিচরণ করছে। বক্রী দশাতেই মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। কোনও গ্রহ যখন উলটো পথে বিচরণ করে, অর্থাৎ বক্রী গতিতে হাঁটে, তখন সেই গ্রহ নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। মিথুন রাশিতে প্রবেশ করার পর মঙ্গল বেশ কিছু রাশির জাতকদের জীবনে অশুভ প্রভাব বিস্তার করবে। ২১ জানুয়ারির পর থেকে মিথুন, কর্কট-সহ ৪ রাশির কেরিয়ার ও আর্থিক জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে।
ধনু রাশি
প্রিয়জনদের সঙ্গে সম্পর্কে অবসাদ দেখা দেবে। সন্তানের কারণে মা-বাবা চিন্তিত হবেন। চাকরিজীবী জাতকদের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে। চাকরিজীবী জাতকরা নিজের কাজে কম সন্তুষ্ট থাকবেন। ব্যবসায় অধিক লাভ অর্জন সম্ভব। তবে ভাগ্য সঙ্গ না-দেওয়ায় ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে। ব্যক্তিগত জীবনে প্রিয়জনের সঙ্গে সম্পর্কে সমস্যা উৎপন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সদ্ভাবনার অভাব দেখা দেবে। আবার জীবনসঙ্গীর অসুস্থতার কারণে অধিক অর্থ ব্যয় করতে হবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের পেশাগত জীবনকে অধিক প্রাভাবিত করবে এই গোচর। সাফল্য লাভের জন্য চাকরিতে কঠিন পরিশ্রম করতে হবে। এ সময় কর্কট জাতকদের আর্থিক পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো, তবে ব্যয় বাড়বে। যে কারণে আপনারা নিজেদের আর্থিক পরিস্থিতি সামলে উঠতে বিফল হবেন। জীবনসঙ্গীর কাছ থেকে যে ভালোবাসা পাবেন, তা আপনাকে বিশেষ আনন্দ দেবে না। আবার স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময়টি দুর্বল। বদহজমের সমস্যার মুখোমুখি হতে পারেন।
মিথুন রাশি
বক্রী মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতকরা নানান ক্ষেত্রের সমস্যার মুখোমুখি হবেন। এ সময় বিচক্ষণতা বজায় রাখতে হবে। এর পাশাপাশি অধিক পেশাদার থাকতে হবে মিথুন রাশির জাতকদের। এই রাশির জাতকদের ব্যক্তিগত জীবনও একটু সমস্যায় থাকতে পারে। তবে ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গীর সঙ্গে অধিক সামঞ্জস্য বজায় রাখতে হবে এই রাশির জাতকদের। ত্বকের সমস্যা সম্ভব। তাই এই সময়কালে অধিক তেলমশলাযুক্ত খাবার খাবেন না।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে একাধিক বাধা উৎপন্ন হবে। এ সময় যে কাজ করার চেষ্টা করবেন, তাতে একের পর এক বাধা সৃষ্টি হতে পারে। অনিচ্ছাকৃত কোনও যাত্রায় যেতে পারেন। তবে সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। অন্য দিকে চাকরিজীবী জাতকরা নিজের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন অনুভব করতে পারেন। এই পরিবর্তন আপনাদের পছন্দ হবে না ও দুশ্চিন্তায় থাকবেন। পাশাপাশি এ সময় নিজের লক্ষ্য পূরণে বিফল হবেন বৃশ্চিক জাতকরা। কাঁধে ব্যথা সম্ভব, যে কারণে অবসাদে ভুগতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে