কলকাতা: এই বছর ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই মাসে ভগবান শিবের আরাধনার জন্য দিকে দিকে ঢল নামে ভক্তদের। দেশের জ্যোতির্লিঙ্গ থেকে শুরু করে বিভিন্ন শিবের থান, বাংলার তারকেশ্বর থেকে শুরু করে জল্পেশ মন্দিরে ঢল নাম ভক্তদের। কানওয়ার যাত্রা হয়, শ্রাবণী মেলা হয়। বিশ্বাস যে এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। এ বারের শ্রাবণ মাস বিশেষ হতে চলেছে। কারণ ৭২ বছর পর শ্রাবণে গ্রহ, নক্ষত্র ও রাশির বিশেষ যোগ হতে চলেছে। যা পাল্টে ফেলতে পারে ভাগ্য।


এবারের শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার থেকে-এটি ভগবান শিবের প্রিয় দিন। এই শ্রাবণে গজকেশরী যোগ, কুবের যোগ, রাজ যোগ, শুক্রাদিত্য যোগ, নবপঞ্চম যোগ, শশ যোগ ও বুধাদিত্য যোগ গঠিত হচ্ছে। এর সাথে, সর্বার্থ সিদ্ধি, প্রীত যোগ এবং আয়ুষ্মানের মতো বিরল কাকতালীয় ঘটনাও এবার শ্রাবণকে আরও শুভ করে তুলছে। নক্ষত্রের এই শুভ সংমিশ্রণ ৭২ বছর পর ঘটছে, যার কারণে এবার মানুষের উপর বর্ষিত হতে চলেছে মহাদেবের আশীর্বাদ। 


এগুলি করলেই আপনার ভাগ্য উজ্জ্বল হবে:


এই বিরল সংমিশ্রণগুলি শুভ এবং চমৎকার ফলাফল দিতে পারে। কিন্তু তার জন্য এই শ্রাবণে ৫টি বিশেষ ব্যবস্থা নিতে হবে।


শ্রাবণ মাসে রসুন ও পেঁয়াজ দিয়ে তৈরি তামসিক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এদের স্বভাব উত্তপ্ত, এরৃ কারণে শরীরে কাম, ক্রোধ, দুশ্চিন্তা ও মানসিক চাপ বৃদ্ধি পায়। 


দেবাদিদেব মহাদেব আদিযোগী। তিনি সবুজ খুব ভালবাসেন। তাই শ্রাবণে ভুল করেও গাছ কাটা যাবে না। এর পরিবর্তে সম্ভব হলে শ্রাবণ মাসে উপযুক্ত স্থানে নতুন গাছ লাগাতে হবে। এতে বাবা ভোলেনাথ খুশি হন।


দরিদ্রকে সাহায্য করতে হবে। অসহায় মানুষকে সাহায্য করতে হবে। সাধ্যমত দান করা উচিত। বলা হয়ে থাকে যে শ্রাবে করা দান আপনার জীবনে চারগুণ বড় হয়ে ফিরে আসে। ভগবান ভোলেনাথ এমন দানশীল ভক্তদের ঘর সুখে ভরে দেন।


জ্যোতিষীদের মতে, শ্রাবণ মাসকে ভগবান শিবের ভক্তির মাস বলে মনে করা হয়। এই মাসে, নিষ্ঠার সঙ্গে ভগবান শিবের স্তব করলে এবং মনে কোনও প্রকার খারাপ চিন্তা ঢুকতে না দিলে দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে আকৃষ্ট হন। 


শ্রাবণের প্রতি সোমবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। শিবের পুজোর সময় ভুল করেও তাঁকে কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। এটি করলে অশুভ ফল পাওয়া যায়।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে  ABPLive.com  কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শত চেষ্টাতেও হাতছাড়া সাফল্য, সবসময় ব্যর্থতা? এগুলি মানলেই গুরু পূর্ণিমায় কেটে যাবে দোষ