বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ গোচর ও রাশিচক্রের মধ্যে সম্পর্ক গভীর। প্রতিটি গ্রহের অবস্থানই কারও কুণ্ডলীতে বিশেষ প্রভাব ফেলে। গ্রহ যখন তার রাশি বদলায়, বা এক নক্ষত্র থেকে অন্য তক্ষত্রে যায়, তখন ১২ টি রাশির উপরই প্রভাব ফেলে ।
বিভিন্ন প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালের শেষের আগে অনেক গ্রহ ট্রানজিট করবে। নতুন বছরের আগে,শুক্র গ্রহ রাশিচক্র পরিবর্তন হবে। সম্পদ ও সমৃদ্ধির দেবতা শুক্র। আগামী ২৮ ডিসেম্বর রাত ১১:৪৮ টায়, শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর কুম্ভ রাশিতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন শনি। তার সঙ্গে শুক্রের সংযোগ ঘটবে। শুক্র আরও ১ মাস ওই গ্রহেই থাকবে। এইভাবে, শুক্র এবং শনির মিলন ৩০ দিন ধরে চলবে। এই গোচর ৩ টি রাশির জন্য বিশেষ ফলদায়ক হবে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যবান ৩টি রাশি কোনটি?
বৃষ রাশি
শুক্র এবং শনির মিলন বৃষ রাশির জাতকদের উপর বিশেষ প্রভাব ফেলবে। নতুন বছরটি নতুন আশা ও চিন্তায় ভরা থাকবে। আশাপূরণও হতে পারে। জীবনে বড় কিছু পরিকল্পনা করার সময় এটাই। ঘরে সুখ শান্তি থাকবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। সামাজিক কাজ ছাড়াও ধর্মীয় কাজ মন দিয়ে করবেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে সক্ষম হবেন। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের যোগাযোগ পেতে পারেন। করতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হবে । পুরানো বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে।
তুলা রাশি
শুক্র ও শনির মিলন তুলা রাশির জন্য উপকারী হতে পারে। নতুন বছরের এই সময়টায় কোনও ভাল খবর পাওয়া যেতে পারে। আয় বৃদ্ধির নতুন সুযোগ পাওয়া যাবে। ব্যবসায় অগ্রগতি হতে পারে। চাকরিজীবীদের জন্যও সময় ভালো যাবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
কুম্ভ রাশি
শুক্রের ট্রানজিট এবং শনির সঙ্গে মিলন কুম্ভ রাশির জন্য ভাল সময় হবে। জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে সমন্বয় রেখে এগোতে হতে পারে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হতে পারে। বিনিয়োগের কথা ভাবতে পারেন। লাভজনক হবে। আদালতের কাজে সাফল্য পেতে পারেন। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।