জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে শক্তিশালী গ্রহ হিসেবে মনে করা হয়। তাঁকে ন্যায়াধীশও বলা হয়। শুধু তাই নয়, শনিকে কলিকালের বিচারকও বলা হয়। কারণ শনিদেব প্রত্যেককেই কর্ম অনুসারে ফল দেন। কেউ ভাল করতে ভাল, মন্দ করলে মন্দ। তাই শনিদেবকে ভয় পাওয়ার কারণ নেই, তিনি সৎ মানুষকে ঝামেলায় ফেলেন না বলেই বিশ্বাস। জ্যোতিষশাস্ত্রে তাই শনি মহারাজকে ন্যায়াধীশের উপাধি দেওয়া হয়েছে।  মনে করা হয় , শনি দেব কোনওরকম পক্ষপাত ছাড়াই কর্ম অনুযায়ী শুভ ফল এবং দণ্ড দেন।                   

শনি নক্ষত্র পরিবর্তন (Shani Dev nakshatra parivartan)

শনির গতি মন্থর।  মনে করা হয়, শনির গতির পরিবর্তন হলে তার প্রভাব দেশ-বিদেশ এবং রাশিগুলিতে পড়ে। শনি গত ২৮ এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন এবং ৩ অক্টোবর, ২০২৫ পর্যন্ত এই নক্ষত্রেই  থাকবেন। জ্যোতিষাচার্য অনীশ ব্যাস জানাচ্ছেন, পুরো ২৭টি  বছর পর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে (uttara bhadrapada nakshatra) শনির গোচর হয়েছে। এই নক্ষত্রে শনির গোচর করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।  কারণ পুষ্য ও অনুরাধার মতো এই নক্ষত্রেরও অধিপতি শনি। এর ফলে এই নক্ষত্রে শনির বিশেষ প্রভাব থাকে। এই অবস্থায় এই নক্ষত্রে থাকাকালীন শনি দেব অনেক রাশিকে শুভ ফল দান করেন। 

বৃষ রাশি (Taurus): ন্যায়ের অধিপতি শনির নক্ষত্র পরিবর্তনের পর বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। আপনার আয় বৃদ্ধি পাবে এবং আয়ের স্তর বাড়বে। এই সময় আপনি সেই সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন, যা আপনি আর্থিক সমস্যার কারণে থামিয়ে রেখেছিলেন। নতুন ব্যবসা শুরু করার স্বপ্নও পূর্ণ হতে পারে।

কর্কট রাশি (Cancer): কর্মফলদাতা শনি মহারাজ নক্ষত্র পরিবর্তন করে এই রাশিকে শুভ ফল দান করবেন। এই সময় সব রুদ্ধ বা আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার ফলে বড় সাফল্য হাতে আসবে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে পদোন্নতির যোগ আসতে পারে। 

তুলা রাশি (Leo): শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসার ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল আসবে। এই সময় ঋণের বোঝা কমবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়ি-গাড়ির সুখও পাওয়া যেতে পারে। এছাড়াও আদালত সংক্রান্ত বিষয়ে ভাগ্য  আপনার অনুকূলে থাকার কথা। ়

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।