কলকাতা : প্রতিটি জিনিসে বিশেষ শক্তি রয়েছে। এমনই বলছে বাস্তুশাস্ত্র। বাস্তু মতে, শুধু ঘরে রাখা জিনিসই নয়, গাছ-গাছালিতেও বিশেষ শক্তি থাকে। সেরকমই অ্যালোভেরা যে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তা-ই নয়, এটিকে বাস্তুতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটিকে ইতিবাচক শক্তির উদ্ভিদ হিসাবে মনে করা হয় যা অগ্রগতিতে বাধা দূর করে।


বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানো বাস্তুতে খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ লাগালে সৌভাগ্য বাড়ে। এই গাছ সাফল্যের পথে সব ধরনের বাধা দূর করে। যদিও এই গাছটি যে কোনও দিকে রোপণ করা যেতে পারে, তবে বাস্তু অনুসারে, উন্নতির জন্য এটিকে পশ্চিম দিকে বসালে ভাল হয়। এছাড়াও, আপনি এটি বাড়ির দক্ষিণ-পূর্ব কোণেও লাগাতে পারেন।


বাড়িতে ইতিবাচকতা বাড়ায়। এই গাছ লাগালে পরিবারের পরিবেশ ইতিবাচক ও সুন্দর থাকে। বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক শান্তি বজায় থাকে। বাড়িতে অর্থের আগমন লেগেই থাকে।


অ্যালোভেরা ব্যবহারে স্বাস্থ্য ভাল থাকে। বাড়িতে অ্যালোভেরা লাগালে ভালবাসা, উন্নতি, অর্থ, পদোন্নতি এবং প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই গাছটি পূর্ব দিকে লাগালে মনে শান্তি পাওয়া যায়। অ্যালোভেরা ঘরের উত্তর-পশ্চিম কোণ থেকে দূরে রাখতে হবে।


বাড়ির বারান্দায় বা বাগানে অ্যালোভেরা রাখা বাস্তু অনুসারে শুভ বলে মনে করা হয়। এই গাছ নেতিবাচক শক্তি হটিয়ে দেয়। অ্যালোভেরাকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। এই গাছ আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে।


অ্যালোভেরা গাছের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- এটিকে প্রয়োজনের চেয়ে বেশি জল দেওয়া উচিত নয়। এই গাছের জন্য খুব কম জলের প্রয়োজন হয় এবং অতিরিক্ত জলের কারণে পাতা হলুদ এবং মশলাদার হয়ে যেতে পারে।


প্রসঙ্গত, জুস হোক বা পাতা, ভিন্ন প্রকারে খাওয়া যায় অ্যালোভেরা। গ্রীষ্মপ্রধান দেশে সহজলভ্য অ্যালোভেরার গুণ অনেক। ত্বকের জেল্লা বাড়ানো থেকে হজমে সাহায্য, উপকার একাধিক। 


অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা- অ্যালোভেরায় গাছ বাড়ায় ত্বকের জেল্লা। অল্প কাটা-ছড়া বা চুলকানি কমাতেও অত্যন্ত কার্যকরী। বয়সের সঙ্গে চামড়ার একাধিক সমস্যা দেখা যায়, সেগুলোকে দূরে রাখতে উপকারী অ্যালোভেরা জুস।


ত্বকের জেল্লা বাড়ায়- টানা ১২ সপ্তাহ অ্যালোভেরা জুস খেলে নিজে থেকেই বুঝতে পারবেন ত্বকের পার্থক্য।


দূরে রাখে ডায়াবেটিস- অ্যালোভেরা জুস, জেল শরীরের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। যার ফলে দূরে থাকে ডায়াবেটিস।