ঢাকা: বাংলাদেশে এবার টাকার নোট থেকে এবার বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। পরিবর্তে জুলাইয়ের সংরক্ষণ বিরোধী আন্দোলনের গ্রাফিতি জায়গা পাচ্ছে নোটে। আপাতত ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের নকশা পাল্টানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Bangladesh Currency Note Redesign)
বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নোটের নকশা পাল্টানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'। মুজিবের ছবি বাদ দিয়ে, নোটে ছাপানো হবে 'জুলাই বিপ্লবে'র গ্রাফিতি। নোটে থাকবে ধর্মীয় স্থানের ছবিও। এ নিয়ে ইউনূস সরকারের তরফে বাংলাদেশের শীর্ষ ব্যাঙ্ককে চূড়ান্ত অনুমোদনও দিয়ে দেওয়া হয়েছে। নতুন নকশা অনুসারে টাকা ছাপানোর কাজও শুরু করে দিয়েছে টাঁকশাল। (Bangladesh News)
জানা গিয়েছে, আগামী ছ'মাসের মধ্যেই নয়া নোট হাতে উঠবে বাংলাদেশের সাধারণ মানুষের হাতে। বাংলাদেশের শীর্ষ ব্যাঙ্ক এবং অর্থ মন্ত্রণালয়ের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে নোটে মুজিবের যে ছবি রয়েছে, তা সরিয়ে নেওয়া হগবে। আপাতত চারটি নোটের নকশা পাল্টানো হচ্ছে। ধাপে ধাপে সব নোটের নকশাই পাল্টানো হবে।
বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট চালু রয়েছে। এর মধ্যে ২ থেকে ১০০০ টাকা পর্যন্ত সব নোটে মুজিবুরের ছবি রয়েছে। কিছু নোটের দুই দিকেই তাঁর ছবি রয়েছে। পাশাপাশি, মুজিবের ছবি রয়েছে কয়েনেও। ধাপে ধাপে সবকিছুই পাল্টানো হবে বলে জানা গিয়েছে।
গত ৫ অগাস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তখন থেকেই নোটের নকশা পাল্টানো নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত গত ২৯ সেপ্টেম্বর নতুন নোটের নকশা পাল্টানো নিয়ে চিঠি যায় অর্থ মন্ত্রণালয়ের তরফে। নোট ছাপানো নিয়ে শীর্ষ ব্যাঙ্কের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি নিজেদের সুপারিশ জানাবে।
ওই কমিটিতে রয়েছেন চিত্রশিল্পীরাও। তাঁরা নকশা তৈরি করে সরকারের কাছে পাঠাবে। সেখান থেকে সিলমোহর পেলেই ওই নকশার নোট ছাপানো হবে, তার পর হাতে হাতে পৌঁছে যাবে সকলের কাছে।শীর্ষ ব্যাঙ্কের মুখপাত্র তথা কার্যনির্বাহী পরিচালক হোসেনারা শিখা জানিয়েছেন, আগামী ছ'মাসের মধ্যে বাজারে নতুন নকশার টাকা পাওয়া যাবে।
এমনিতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, হামলার অভিযোগে এই মুহূর্তে তপ্ত বাংলাদেশ। আমেরিকা, ব্রিটেনের মতো দেশও সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ যাওয়া নিয়ে নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন। সেই আবহেই নোটের নকশা পরিবর্তনের নির্দেশ দিল ইউনূস সরকার। ক্ষমতায় আসার পর থেকে তাঁর সরকার বাংলাদেশ থেকে মুজিব এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার কাজে নেমেছে বলে অভিযোগ উঠছে।