Aadhar Card: আধার কার্ড (Aadhar Card) সম্পর্কিত অনেক খুঁটিনাটি তথ্যই আমরা জানি। তবে বায়োমেট্রিক লক (Biometric Lock/Unlock) বা বায়োমেট্রিক আনলক কী, সেই বিষয়ে অনেকেই হয়তো জানেন না। কোন ধরনের বায়োমেট্রিক ডেটা (Biometric Data) লক হতে পারে? বায়োমেট্রিক ডেটা লক হয়ে গেলে কী কী হতে পারে? কীভাবে লক হয়ে যাওয়া বায়োমেট্রিক ডেটা আনলক করতে হবে? কারা কখন কেন বায়োমেট্রিক ডেটা লক করতে পারেন? এই প্রশ্নগুলির আমজনতার মনে ঘুরতে থাকে। তাহলে চলুন আজ এই বিষয়গুলি নিয়েই আলোচনা করা যাক।


বায়োমেট্রিক লকিং কাকে বলে?


বায়োমেট্রিক লকিং/আনলকিং হল এমন একটি পরিষেবা যা ইউজারদের (আধার কার্ড হোল্ডারদের) তাঁদের বায়োমেট্রিকস ডেটা লক এবং সাময়িকভাবে আনলকের অপশন দেয়। একজন আধার কার্ড হোল্ডারের গোপনীয়তা বা প্রাইভেসি বজায় রাখার জন্য বায়োমেট্রিক লকিং বা আনলকিং ফিচারের সুবিধা দেওয়া হয়। 


কোন ধরনের বায়োমেট্রিক ডেটা লক করা যায়?


ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙুলের ছাপ, iris অর্থাৎ চোখের ছবি (চোখের মণির চারপাশে থাকা গোলাকার অংশ), মুখের ছবি- এইসবের মাধ্যমে আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেনটিফিকেশন বা ভেরিফিকেশন করা হয় ইউজারের। উল্লিখিত ধরনের বায়োমেট্রিক ডেটা লক করা যায়। একবার এই জাতীয় তথ্য লক হয়ে গেলে আর এইসব অপশনের সাহায্যে আধারের বায়োমেট্রিক অথেনটিফিকেশন করা সম্ভব হবে না। 


এইসব বায়োমেট্রিক ডেটা লক হয়ে গেলে কী হতে পারে?


ইউজারের বায়োমেট্রিক লক হয়ে থাকলে আধার কার্ড হোল্ডাররা (fingerprints/iris/Face)- এইসব বায়োমেট্রিকস সংক্রান্ত বিষয় আর অথেনটিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। আসলে এটি একটি সেফটি ফিচার। তাই আপনার বায়োমেট্রিক তথ্য লকড থাকলে তা অন্য কেউ ব্যবহার করে আপনার সঙ্গে প্রতারণা করতে পারবে না। 


লক হয়ে যাওয়া বায়োমেট্রিকস কীভাবে আনলক কবেন?


একবার যদি আধার কার্ড হোল্ডাররা বায়োমেট্রিক লকিং সিস্টেম এনাবেল করে দেন, তাহলে যতক্ষণ না আধার কার্ড হোল্ডাররা নিম্ন লিখিত অপশনগুলোর মধ্যে থেকে কিছু বেছে নিচ্ছেন, ততক্ষণ বায়োমেট্রিকস আনলক হবে না। এক্ষেত্রে ইউজারদের সাময়িক বা টেম্পোরারি ভাবে আনলক করতে হবে আধারের বায়োমেট্রিকস অথবা ডিসেবল করতে হবে লকিং সিস্টেম। আধার কার্ড হোল্ডার UIDAI ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিকস আনলক করতে পারবেন। এছাড়াও সুবিধা পাওয়া যাবে এনরোলমেন্ট সেন্টার, আধার সেবা কেন্দ্র বা এম-আধারের মাধ্যমে। তবে এর জন্য রেজিস্টার হওয়া মোবাইল নম্বর থাকা জরুরি। তাই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার করা না থাকলে আগে সেটা করা প্রয়োজন। 


কারা বায়োমেট্রিক লক করতে পারবেন?


আধার নম্বর হোল্ডার এবং যাঁদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর রয়েছে, তাঁরা তাঁদের বায়োমেট্রিক লক করতে পারবেন। এর ফলে ইউজারদের প্রাইভেসি এবং সুরক্ষা বজায় থাকবে। 


আরও পড়ুন- ফের বাড়ল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা