Bank Holidays In September 2022: চলতি মাসে ব্যাঙ্কগুলিতে মোট ১৩ দিন ছুটি থাকার কথা। যার মধ্যে ৮টি ছুটির দিন ইতিমধ্যেই চলে গিয়েছে। এ মাসে এখনও ৫ দিন ব্যাঙ্কের ছুটি বাকি। দেখে নিন, আগামী ১৫ দিনের মধ্যে কবে ব্যাঙ্ক বন্ধ।
আরবিআই তালিকা প্রকাশ করেছে
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতি ক্যালেন্ডার ইয়ারে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। তার মধ্যে অনেক জাতীয় স্তরের ছুটি থাকে। সেই দিনগুলিতে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকে। একই সময়ে কিছু ছুটি স্থানীয় বা আঞ্চলিক হয়। সেদিন ব্যাঙ্কের শাখা কেবল কিছু রাজ্যে বন্ধ থাকে। আর কিছু রাজ্য ও অঞ্চলের ছুটির তালিকাও আলাদা। আপনাকেও যদি আগামী দিনে কোনও গুরুত্বপূর্ণ কাজে ব্যাঙ্কে যেতে হয়, তাহলে অবশ্যই ব্যাঙ্ক হলিডে সম্পর্কে তথ্য জেনে নিন।
এখানে ছুটির তালিকা আছে
18 সেপ্টেম্বর , 2022: রবিবার ছুটির দিন
21 সেপ্টেম্বর, 2022: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে তিরুবনন্তপুরম, কোচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
24 সেপ্টেম্বর, 2022: চতুর্থ শনিবারের কারণে ছুটি থাকবে।
25 সেপ্টেম্বর, 2022: রবিবার সাপ্তাহিক ছুটি।
26 সেপ্টেম্বর, 2022: নবরাত্রি প্রতিষ্ঠা উপলক্ষে জয়পুর এবং ইমফলে ছুটি৷
Bank Holidays September 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx - এ যেতে পারেন।
Bank Holidays List in 2022 : Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।