Green Fixed Deposit: দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর পক্ষ থেকেও কয়েকদিন আগে চালু করা হয়েছিল এই গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম। এবার একই স্কিম চালু করল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda Fixed Deposit)। পরিবেশ সংক্রান্ত উদ্যোগ এবং এই ক্ষেত্রে আরও ফান্ড বাড়ানোর লক্ষ্য নিয়েই ব্যাঙ্ক অফ বরোদা চালু করেছে এই গ্রিন আর্থ টার্ম ডিপোজিট।


গ্রিন ডিপোজিট কী ?


নির্দিষ্ট কিছু সময়ের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে সুদ নির্ভর এমন একটি আমানত আসে, যা ২০২৩ সালের ১১ এপ্রিলের রিজার্ভ ব্যাঙ্কের (Bank of Baroda Fixed Deposit) নোটিফিকেশন মোতাবেক গ্রিন ফিনান্সের জন্য ব্যয় হয়। এ প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু প্রশ্নের উত্তর সম্বলিত একটি বিবৃতি দিয়েছে যেখানে বিনিয়োগকারীরা গ্রিন ডিপোজিট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।


কবে চালু হয়েছে এই প্রকল্প


২০২৪ সালের ১১ মার্চ ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে চালু করা হয় এই গ্রিন আর্থ টার্ম ডিপোজিট স্কিম যার মাধ্যমে বিনিয়োগকারীরা (Bank of Baroda Fixed Deposit) গ্রিন ইকোনমিতে অংশ নিতে পারেন। বিভিন্ন মেয়াদে এই আমানতে থাকছে আকর্ষণীয় সুদের হার।


কত সুদ মিলছে গ্রিন ফিক্সড ডিপোজিটে


বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদার গ্রিন আর্থ টার্ম ডিপোজিটে ৫০০০ টাকা থেকে ২ কোটি টাকার কম আমানত করা যাবে। ১ বছর থেকে ১৮ মাসের জন্য এই আমানতে সুদ মিলবে ৬.৭৫ শতাংশ। ৭৭৭ দিনের মেয়াদে এই আমানতে সুদ দেওয়া হবে ৭.১৫ শতাংশ। অন্যদিকে ১১১১, ১৭১৭ এবং ২২০১ দিনের জন্য যদি এই প্রকল্পে কেউ বিনিয়োগ করেন, তবে তিনি বার্ষিক ৬.৪ শতাংশ হারে সুদ পাবেন।  


SBI-এর গ্রিন ডিপোজিটের সঙ্গে তুলনা: কোন প্রকল্পে কত সুদ


SBI কয়েকদিন আগেই নিয়ে এসেছে গ্রিন রুপি টার্ম ডিপোজিট যেখানে বিনিয়োগকারীরা যথাক্রমে ১১১১, ১৭৭৭ এবং ২২২২ দিনের জন্য আমানত করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্পে ১১১১ ও ১৭৭৭ দিনের জন্য স্থায়ী আমানতের মেয়াদে সুদের হার ৬.৬৫ শতাংশ। আর ২২২২ দিনের জন্য সুদের হার ধার্য হয়েছে ৬.৪০ শতাংশ।


ব্যাঙ্ক অফ বরোদার স্থায়ী আমানতে কত সুদ


এই ব্যাঙ্কে (Bank of Baroda Fixed Deposit) সুদের হার ২ কোটি টাকার কম আমানতের জন্য সাধারণ হারে ৩৬০ দিনের জন্য ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এবং ষাটোর্ধ্বদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.২৫ শতাংশ। তবে এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদের হার।


আরও পড়ুন: Gold Loan: গোল্ড লোন নিয়ে আরও কড়াকড়ি, কী পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক ?