Orphans EPFO Pension: বাবা-মা কর্মচারী পেনশন স্কিমের (EPFO Pension)সদস্য হলে তাদের সন্তানরাও পাবেন পেনশনের সুবিধা। তবে সেই ক্ষেত্রে বাবা-মা না থাকলেই এই আর্থিক সাহায্য দেবে ইপিএফও।


EPFO Pension: কীভাবে জমা পড়ে পেনশনের টাকা ?
ইপিএফও পেনশন স্কিমে কর্মচারীর বেতন থেকে টাকা কেটে নেয় কোম্পানি। কেবল কোম্পানির অবদানের একটি অংশই ইপিএসে জমা হয়।করোনা মহামারীতে দেশের অনেক জায়গায় পরিবারের সব উপার্জনকারী সদস্য মারা গিয়েছেন। সেই ক্ষেত্রে অনেক শিশু রাতারাতি অনাথ হয়েছে। সম্প্রতি ইপিএস স্কিমের আওতায় এই শিশুদের পেনশন সুবিধা সংক্রান্ত তথ্য দিয়েছে EPFO।


EPFO Pension: ইপিএস-এর অধীনে শিশুদের জন্য এই সুবিধাগুলি দেওয়া হবে


অনাথ শিশুদের পেনশনের পরিমাণ হবে মাসিক বিধবা পেনশনের 75%।


এই পেনশনের ন্যূনতম পরিমাণ প্রতি মাসে 750 টাকা


প্রতি মাসে 2 জন অনাথ শিশুর প্রত্যেককে 750 টাকা দেওয়া হবে


ইপিএস-এর আওতায়, অনাথ শিশুরা 25 বছর বয়স পর্যন্ত এই পেনশন পাবে।
যেকোনও অক্ষমতায় ভোগা শিশুর জন্য আজীবন পেনশন চালু থাকবে।


EPFO Pension: কীভাবে সম্ভব হচ্ছে এই পেনশন ?


ইপিএসের জন্য কোম্পানি কখনোই তার কর্মচারীদের বেতন থেকে কোনও টাকা কাটবে না।


এই ক্ষেত্রে কোম্পানির অবদানের একটি অংশ ইপিএসে জমা হয়।


নতুন নিয়মের অধীনে এই সুবিধা তাদের দেওয়া হবে যাদের মূল বেতন 15,000 টাকার মধ্যে। 


মোট 8.33 শতাংশ বেতন ইপিএসে জমা হয়


15,000 টাকা মূল বেতন পেলেই কোম্পানি ইপিএসে 1,250 টাকা জমা করে


EPF Rate of Interest Reduced: সম্প্রতি ইপিএফ-এ সুদের হার কমায় চিন্তা বেড়েছে চাকরিজীবী মধ্যবিত্তের। বর্তমানে Employees' Provident Fund Organisation)-এর অ্যাকাউন্টধারকরা 8.5% সুদের হারের পরিবর্তে 8.1%  হারে সুদ পাবেন। সব মিলিয়ে পিএফ অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ কমেছে 0.40% শতাংশ। এরফলে বছরে সুদ থেকে আয়ের সঙ্গে সঙ্গে অবসর তহবিলেও পড়বে প্রভাব। আপনার রিটায়ারমেন্ট ফান্ড থেকে কত টাকা কাটা পড়বে জানেন ?


EPF Interest Cut: গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন সুদের হার
ইপিএফও-র অতীত সুদের পরিসংখ্যান বলছে, এর আগে 1977-78 সালে পিএফে সুদের হার ছিল প্রায় 8 শতাংশ। তারপর থেকে সরকার সবসময় PF সুদের হার 8.25 শতাংশের উপরে রেখেছে। এই সুদের হার কমানোর প্রভাব সরাসরি 6 কোটি পিএফ অ্যাকাউন্টধারকদের ওপর পড়বে। জেনে নিন এর কী প্রভাব পড়বে আপনার ইপিএফ অ্যাকাউন্টের ওপর।


আরও পড়ুন : RBI MPC Meet: আরও বাড়তে পারে EMI ! ৬ জুন ফের বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্ক