Private Sector Banks Rule: আগামী ১ জুলাই থেকে বেসরকারি খাতের ব্যাঙ্কগুলির কিছু নিয়মে বদল আসতে চলেছে। একদিকে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ক্রেডিট কার্ড (Private Banks) সম্পর্কিত কিছু নিয়ম বদল (Bank Rules) করেছে ইতিমধ্যেই আর অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য কিছু কিছু লেনদেনের উপরে চার্জ আরোপ করেছে।
এইচডিএফসি ব্যাঙ্কের নিয়মে বদল
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ যদি এমপিএল, ড্রিম ইলেভেনের মত গেমিং অ্যাপগুলিতে প্রতি মাসে ১০ হাজার টাকার বেশি খরচ করেন, তাহলে আপনাকে এক শতাংশের বেশি চার্জ দিতে হবে। একইভাবে আপনি যদি মোবিকুইক, পেটিএম, ওলা মানি এবং ফ্রিচার্জের মত থার্ড পার্টি ওয়ালেটে মাসে ১০ হাজার টাকার বেশি জমা করেন, তাহলে এর উপরেও ১ শতাংশ চার্জ ধার্য হবে। যদি আপনি জ্বালানির জন্য ১৫ হাজার টাকার বেশি খরচ করেন ক্রেডিট কার্ডে তাহলে অতিরিক্ত এক শতাংশ চার্জ আপনাকে দিতে হবে। এছাড়াও বিদ্যুৎ, জল, গ্যাসের জন্য ৫০ হাজার টাকার বেশি বিল দিলে এর উপরে ১ শতাংশের বেশি চার্জ দিতে হবে।
আইসিআইসিআই ব্যাঙ্কের নিয়মে বদল
আরেকটি বৃহৎ বেসরকারি ব্যাঙ্কের নিয়মেও বদল আসছে আগামী ১ জুলাই থেকে। আইসিআইসিআই ব্যাঙ্ক আইএমপিএস ও এটিএমের উপরে বেশ কিছু ধার্য করা চার্জে বদল এনেছে। আপনি যদি ১ জুলাইয়ের পরে অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে কিছু অতিরিক্ত চার্জ দিতে হবে। মেট্রো শহরগুলিতে আপনি প্রতি মাসে তিনটি বিনামূল্যের লেনদেন করতে পারবেন এটিএমের সাহায্যে। আর ছোট শহরগুলিতে আপনি মাসে ৫টি বিনামূল্যের লেনদেন করতে পারবেন। এর বেশি লেনদেনের ক্ষেত্রে আগে আপনাকে ২১ টাকা চার্জ দিতে হত, এবার থেকে দিতে হবে ২৩ টাকা করে প্রত্যেক অতিরিক্ত লেনদেনের জন্য। আর যদি আপনি নির্ধারিত সীমার বাইরে এটিএম কার্ডের সাহায্যে ব্যালেন্স চেক করেন বা কোনও নন-ফিনান্সিয়াল কাজ করেন তাহলে প্রতি লেনদেনের জন্য ৮.৫ টাকা চার্জ দিতে হবে।
এর বাইরে আইএমপিএসের মাধ্যমে অন্য কাউকে টাকা পাঠানোর ক্ষেত্রে লেনদেন অনুসারে আপনাকে একটি নির্দিষ্ট চার্জ দিতে হবে। যেমন- ১ হাজার টাকার জন্য প্রতি লেনদেনের ক্ষেত্রে ২.৫ টাকা, আর ১ হাজার থেকে প্রতি এক লক্ষ টাকার লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ দিতে হবে। আর এক লাখের বেশি টাকা পাঠানোর ক্ষেত্রে লেনদেন পিছু ১৫ টাকা চার্জ দিতে হবে গ্রাহকদের।