NPS Calculation: সরকারি এই পেনশন সিস্টেমে বিনিয়োগ করে বিপুল অঙ্কের তহবিল গড়তে পারবেন আপনি। মাসে ১৫ হাজার টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের পরে প্রতি মাসে পেনশন পেতে পারেন ২.২৩ লক্ষ টাকা। এই উপায়ে পেতে পারেন NPS-স্কিমের সবথেকে বেশি সুবিধা।    


NPS calculator: কী সুবিধা পাওয়া যায় এই স্কিমে ?
বেশিরভাগ লোকই জাতীয় পেনশন সিস্টেমে বিনিয়োগ করে লক্ষাধিক পেনশন পেতে চান। অনেক ক্ষেত্রে মাসে পেনশন পাওয়ার পাশাপাশি একসঙ্গে বড় তহবিলের জন্য় বিনিয়োগ করেন বহু আমানতকারী। এটি এমন একটি বিনিয়োগ পরিকল্পনা যা সিঙ্গল ইনভেস্টমেন্টে ডেব্ট ও ইক্যুইটি  উভয়ের সুবিধা দিয়ে থাকে। এনপিএস-এ একজন বিনিয়োগকারী ইকুইটিতে ৭৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যার অর্থ NPS অ্যাকাউন্টে কমপক্ষে ২৫ শতাংশ বিনিয়োগের অর্থ রাখতে হবে আমানতকারীকে ।


আপনি যদি দীর্ঘমেয়াদে এই প্রকল্পে বিনিয়োগ করেন, তাহলে NPS সুদের হার বার্ষিক প্রায় ১০ শতাংশ হতে পারে। এই ক্ষেত্রে  ৪০:৬০ অনুপাতে ইক্যুইটিতে বিনিয়োগ করা সঠিক হতে পারে। যদি কোনও ব্যক্তি এনপিএস স্কিমে বিনিয়োগ করেন, তবে তিনি কর ছাড়ের সুবিধাও পাবেন। জেনে নিন, কত ট্যাক্স ছাড় দাবি করা যেতে পারে এই স্কিমে। পাসাপাশি ২ লাখের বেশি পেনশন পেতে কতদিনের জন্য বিনিয়োগ করতে হবে আমানতকারীকে।


কত কর ছাড় পাওয়া যাবে
NPS অ্যাকাউন্ট হোল্ডারকে একটি আর্থিক বছরে NPS অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর ধারা 80C এর অধীনে আয়কর ছাড় দেওয়া হয়। এই ছাড়াও বিনিয়োগকারী NPS বিনিয়োগের উপর ধারা 80CCD(1B) এর অধীনে অতিরিক্ত 50,000 টাকা আয়কর ছাড় দাবি করতে পারেন।


২ লক্ষ টাকার বেশি পেনশনের পরিকল্পনা কী হবে?
যদি কোনও বিনিয়োগকারী 30 বছর বয়সের পরে NPS অ্যাকাউন্টে প্রতি মাসে 15,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে 60 বছর বয়সের পরে মাসিক পেনশন দেওয়া হবে। মেয়াদপূর্তিতে, বিনিয়োগকারীকে 68,380 টাকা NPS পেনশন ও 2.05 কোটি টাকার তহবিল দেওয়া হবে। যদি 25 বছরের জন্য SWP-তে 2.05 কোটি টাকার বড় তহবিল বিনিয়োগ করা হয়, তাহলে বিনিয়োগকারীকে 8% রিটার্ন হবে। এই ক্ষেত্রে, বিনিয়োগকারী প্রতি মাসে 1.55 লক্ষ টাকা পাবেন। এখন NPS-এ 68 হাজার ও 1.55 লক্ষ টাকা যোগ করলে প্রতি মাসে বিনিয়োগকারীদের 2.23 লক্ষ টাকা পেনশন পাবেন।


আরও পড়ুন : LPG Insurance Claim: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা হলে পাবেন ক্ষতিপূরণ, এইভাবে দাবি করুন বিমার টাকা