Post Office Rules:পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা তুলতে গেলে মানতেই হবে এই নিয়ম। সম্প্রতি এমনই ঘোষণা করেছে ইন্ডিয়া পোস্ট (India Post)। এবার থেকে পোস্ট অফিসের যেকোনও শাখায় এই নিয়ম অনুসারে কাজ হবে।

  


আজও দেশের একটি বড় অংশ পোস্ট অফিস টাকা রাখেন।  সরকারি-বেসরকারি ব্যাঙ্ক থাকলেও পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পছন্দ করেন তারা।  আপনি যদি নিয়মিত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন করেন, তবে কাজে লাগবে এই খবরটি।


India Post: পোস্ট অফিসে কী নতুন নিয়ম ? 
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে ১০,০০০ বা তার বেশি টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন করেছে ডাক বিভাগ। ২৫ অগাস্ট যোগাযোগ মন্ত্রক এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে,  যদি কোনও পোস্ট অফিসের গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা বা তার বেশি তোলেন তবে তাঁকে যাচাইকরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।


Post office Update: এসব জায়গায় কোনও ভেরিফিকেশন লাগবে না
সরকারি বিজ্ঞপ্তি মেনে পোস্ট অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ১০,০০০ টাকার উপরে টাকা তোলার জন্য পোস্ট অফিসের শাখায় যাচাইকরণের প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। 'সিঙ্গল হ্যান্ডেড' পোস্ট অফিসগুলিতে ১০,০০০ টাকার বেশি তোলার জন্য যাচাইকরণের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। পাশাপাশি এই নোটিশে আরও বলা হয়েছে, পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে জালিয়াতি রোধ করতে সার্কেল হেড যেকোনও বিশেষ পরিস্থিতিতে সব ধরনের তদন্ত করতে পারবেন। এতে পোস্ট অফিসের ব্যাঙ্কিং জালিয়াতি রোধ করা সহজ হবে।


Post Office Rules: দিনে কত টাকা তুলতে পারবেন ?
ব্যাঙ্কিং জালিয়াতি রোধ করার পাশাপাশি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে। আগের অ্যাকাউন্ট হোল্ডাররা একদিনে মাত্র ৫০০০ টাকা পর্যন্ত তুলতে পারতেন। যা এখন বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি নিয়ম অনুসারে, ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)গ্রাহকের অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি লেনদেন গ্রহণ করতে পারবেন না।


India Post: সেভিংস অ্যাকাউন্টে কত সুদ পাবেন ?
মনে রাখবেন, দেশের যেকোনও নাগরিক পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি মাত্র ৫০০ টাকা দিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। গ্রাহকদের এই অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকার ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এই অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ সুদের হার পাওয়া যায়, যা অনেক ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক বেশি।