One Rupee Coin Problem: বৈধ হলেও তকমা জোটে 'অবৈধ কয়েনের'।অনেক ক্ষেত্রে এক টাকার কয়েন নিয়ে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। কিছু জায়গায় এই কয়েন নিতে আপত্তি করে দোকানিরা। জানেন, সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে।


Post Office Update: কোথায় জমা দেবেন এক টাকার কয়েন ?
রিজার্ভ ব্যাঙ্কের কোনও নিয়ম না থাকলেও রাজ্যে প্রায়শই শোনা যায় এই কথা। বহু জায়গায় এক টাকার কয়েন নিতে আপত্তি তোলেন দোকানিরা। শুধু আপনি একা নন, বহু মানুষের সমস্যা বাড়িয়েছে এই এক টাকার কয়েন। সেই ক্ষেত্রে যেকোনও পোস্ট অফিসে দিতে পারেন এই কয়েন। এমনকী পোস্ট অফিস থেকে এই কয়েন দিয়ে কিনতে পারেন যেকানও জিনিস।


One Rupee Coin Problem: কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?
কিছু দোকানি নিতে মানা করলেও এক টাকার কয়েন নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, সব ধরনের নোট ও কয়েন চলে পোস্ট অফিসে। সেই ক্ষেত্রে এই ধরনের কোনও সমস্যা হলে সমাধানের পথ দেখাতে পারে আপনার কাছের পোস্ট অফিস।


Post Office Update: এই নিয়ে কী বলেছে পোস্ট অফিস ?
সম্প্রতি এক টাকার কয়েন নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্যুইটার হ্যান্ডেলে জবাব দেয় ইন্ডিয়া পোস্ট (India Post)। যেখানে বলা হয়, রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন মেনে সব ধরনের নোট ও কয়েন নেয় পোস্ট অফিস। সেই ক্ষেত্রে কোনও ব্যক্তি এই ধরনের কোনও সমস্যার সম্মুখীন হলে পোস্ট অফিসের দ্বারস্থ হতে পারেন। 


RBI On One Rupee Coin: গুজবে কান দেবেন না
২০১৯ সালেই দেশে এইরকম কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলে রিজার্ভ ব্যাঙ্ক। RBI-এর তরফে বলা হয়, ''ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারত সরকারের তৈরি মুদ্রা বাজারে আনে। এই মুদ্রাগুলির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। জনসাধারণের লেনদেনের চাহিদা মেটাতে নতুন মূল্যের কয়েন চালু করা হয়। বিভিন্ন থিমের এই কয়েন দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভাবধারাকে প্রতিফলিত করে। সেই কারণেই নিত্য নতুন  ডিজাইনের কয়েন সময়ে-সময়ে চালু করা হয়। বর্তমানে বিভিন্ন আকার, থিম ও ডিজাইনের 50 পয়সা 1 টাকা 2 টাকা 5 টাকা ও 10 টাকার কয়েনের প্রচলন রয়েছে বাজারে।''


RBI On One Rupee Coin: দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI) জানায়, কিছু মহলে এই কয়েনগুলি আসল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যার ফলে কিছু ব্যবসায়ী, দোকানদার ও গ্রাহক এই কয়েন নিতে চাইছে না। দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের এই ঘটনা কয়েনের অবাধ ব্যবহার ও প্রচলনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই গুজবে কান না দেওয়ার আহ্বান জানায় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। 


আরও পড়ুন : SBI Balance Check: মিসড কল, এসএমএস-এ সমস্যার সমাধান, কীভাবে দেখবেন স্টেট ব্যাঙ্কের ব্যালেন্স