SBI Customer Care: গ্রাহকদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক(State Bank of India)। এবার থেকে অনেক ধরনের ব্যাঙ্কিং পরিষেবা বিনামূল্যে করতে পারবেন আপনি। এখন এই পরিষেবার জন্য আপনাকে কোনও প্রকার টাকা দিতে হবে না।
SBI Update: দিতে হবে না এসএমএস-এর টাকা
SBI মোবাইল ফান্ড ট্রান্সফারের এসএমএস চার্জ বন্ধ করেছে। এসবিআই জানিয়েছে, USSD পরিষেবাগুলি ব্যবহার করে ব্যবহারকারীরা এখন কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সহজেই লেনদেন করতে পারবেন।
টুইট করে এসব তথ্য জানিয়েছে ব্যাঙ্ক
এসবিআই টুইট করে জানিয়েছে, মোবাইল ফান্ড ট্রান্সফারের এসএমএস চার্জ এখন মকুব করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গ্রাহকরা এখন কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সহজেই এই লেনদেন করতে পারবেন। গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অর্থ পাঠানো, অর্থের অনুরোধ, অ্যাকাউন্ট ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট ও UPI পিন পরিবর্তনের মতো পরিষেবা পেতে পারেন।
SBI Customer Care: কারা এর সুবিধা পাবেন ?
দেশের ১০০ কোটিরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে ৬৫ শতাংশেরও বেশি এখনও ফিচার ফোন গ্রাহক। যাদের কাছে ফিচার ফোন আছে, তারা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন। USSD বা আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা ব্যবহার করা হয় টক টাইম ব্যালেন্স বা অ্যাকাউন্টের তথ্য চেক করতে। এছাড়াও এটি মোবাইল ব্যাঙ্কিং লেনদেনে ব্যবহৃত হয়।
বাড়ি থেকে আপনার অ্যাকাউন্ট খুলুন
গ্রাহকদের সুবিধার জন্য এখন SBI ঘরে বসেই সেভিংস অ্যাকাউন্ট খোলার পরিষেবা শুরু করেছে। SBI তার গ্রাহকদের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। যাতে গ্রাহকদের কাছের ব্যাঙ্কের শাখায় যেতে হবে না। কোনও কাগজপত্র ছাড়াই তারা সহজেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। YONO অ্যাপের মাধ্যমে গ্রাহকদের এসবিআই এই সুবিধা দিচ্ছে।
SBI Savings Account for Children: স্টেট ব্যাঙ্কেই খুলতে পারবেন আপনার সন্তানদের জন্য অ্যাকাউন্ট। ছেলে-মেয়ের বয়স ১৮ বছরের কম হলেও খোলা যাবে এই অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুবিধা। রইল বিস্তারিত বিবরণ।
SBI Pehla Kadam: কী কী অ্যাকাউন্ট এনেছে SBI ?
অপ্রাপ্তবয়স্কদের সেভিংস অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় স্টেট ব্যাঙ্ক৷ বাবা-মায়েরা ১৮ বছরের কমবয়সী শিশুদের জন্য সহজেই একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। স্টেট ব্যাঙ্ক (SBI Saving Account for Children)শিশুদের দুটি বিভাগে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। প্রথম শ্রেণির নাম পেহলা কদম (SBI Pehla Kadam)ও দ্বিতীয়টি হল পেহলি উড়ান (SBI Pehli Udaan)।
আরও পড়ুন : Aadhaar Fraud Alert: সব ১২ সংখ্যার নম্বর মানেই আধার নয়, আপনার কার্ড যাচাই করুন এইভাবে