•  'অনেকের সফটওয়ার আপডেট নেই', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বে এবার সরব নারায়ণ গোস্বামী।

  •   কালীঘাটে মমতা-অভিষেক সাক্ষাৎ নিয়ে দাবি অশোকনগরের তৃণমূল বিধায়কের।
     
     ব্যারাকপুরে অর্জুন-সোমনাথ শ্যাম দ্বন্দ্ব নিয়ে দাবি ফিরহাদ হাকিমের।
     
     অবৈধভাবে রাজ্যের ডিজিপি রাজীব কুমার, ১৩ জন সিনিয়রকে টপকে জুনিয়র আইএএস নন্দিনীকে স্বরাষ্ট্রদফতরের দায়িত্ব। পোস্টিং নিয়ে সরব শুভেদু।  

  •  অবিলম্বে চাকরির দাবিতে ফের পথে টেট ২০২২-এর চাকরিপ্রার্থীরা। ডোরিনা ক্রসিংয়ে রাস্তায় ফুটবল খেলে প্রতীকি প্রতিবাদ। 

  • ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ। উত্তরপ্রদেশে ট্রাক চালক ও পুলিশ সংঘর্ষ, শূন্যে গুলি পুলিশের।

  • কেন্দ্রের আইন বাতিলের দাবিতে খিদিরপুর, বন্দর এলাকা, বামনগাছিতেও ট্রাক চালকদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে মহারাষ্ট্র, হিমাচলে জ্বালানি-সঙ্কট। প্রভাব ফল-সব্জি বাজারে।
     
    দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। বন্ধ ৫ লক্ষের বেশি দোকান, ৮০ কোটির বেশি গ্রাহকের ভোগান্তির আশঙ্কা।
     
    সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজ্য ও ৮ অভিযুক্তর কাছে নোটিস সুপ্রিম কোর্টের। হলফনামা পাওয়ার পর হবে শুনানি।

  • ২৪ ঘণ্টায় ১৫৫ বার। তীব্র কম্পনের পর আফটারশকে জাপানে আতঙ্ক। মৃতের সংখ্যা বেড়ে ৩০। একের পর এক শহর যেন ধ্বংসস্তূপ। রাস্তায় ফাটল, উদ্ধারে সমস্যা সেনার।
     

  •  সংঘাতের জল্পনা উস্কে তীব্র আক্রমণ কুণালের।  

  •   "মমতা না থাকলে এ রাজ্য ছাগলের তৃতীয় সন্তান", বললেন সুদীপ। "অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন", খোঁচা মুখপাত্রের।  
     

  •  "অভিষেক নিশ্চিতভাবেই লড়াই থেকে পিছিয়ে যাবেন না", মন্তব্য সুব্রত বক্সির। দূরত্বের জল্পনার মধ্যেই কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক।