Bank Deposit Insurance: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর মাত্র ১৫ দিন বাকি রয়েছে। বাজেট (Budget Expectations 2025) চূড়ান্ত করতে ব্যস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই কাজে বিভিন্ন স্টেকহোল্ডার বাজেটে তাদের দাবির তালিকা জমা করেছেন অর্থমন্ত্রীর কাছে। ব্যাঙ্কে আমানতের উপরে আরও সুরক্ষা বাড়ানোর দাবি এসেছে। ৫ লক্ষ টাকার বেশি আমানতের (Bank Deposit) উপরেও যাতে বিমা সুরক্ষা দেওয়া হয়, সেই দাবি জমা পড়েছে। এখনও পর্যন্ত ব্যাঙ্কে জমানো টাকার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত সরকার দ্বারা সুরক্ষিত ও নিশ্চিত করা হয়েছে।


৫ লাখের বেশি কভারেজ বাড়ানোর দাবি ব্যাঙ্ক আমানতে


ভয়েস অফ ব্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ব্যাঙ্কার অশ্বিনী রানা ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটের জন্য অর্থমন্ত্রীর কাছে ব্যাঙ্ক গ্রাহক এবং ব্যাঙ্ক কর্মীদের স্বার্থ সম্পর্কিত পরামর্শ জমা দিয়েছেন। এই দাবিতে বলা হয়েছে যাতে এবারের বাজেটে ব্যাঙ্ক আমানতের ক্ষেত্রে বিমা কভারের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়ানোর আর্জি জানানো হয়েছে।


এমনকী যদি ব্যাঙ্ক গ্যাহকদের সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট কিংবা ফিক্সড ডিপোজিট সহ মোট ৫ লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা থাকে তাহলে ব্যাঙ্কের পতনের ক্ষেত্রে বিমা কভারেজ শুধুমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। আগে এই বিমা কভারেজ ছিল মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত, কয়েক বছর আগে তা বাড়ানো হয়েছে। ব্যাঙ্কার অশ্বিনী রানা পরামর্শ দিয়েছিলেন ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক গ্রাহক এই সুরক্ষা কভারের আওতায় আসে, তবে যে সমস্ত গ্রাহকদের জমার পরিমাণ ৫ লক্ষের বেশি তারা মনে করেন, যে ব্যাঙ্কে তাদের আমানত নিরাপদ নয়। তাদের জন্য একটি বিশেষ সুরক্ষা বিমা চালু করা উচিত যাতে তারা কিছু প্রিমিয়াম দিয়ে ৫ লাখের বেশি আমানতকে সুরক্ষিত রাখতে পারে।


তাঁর বিশ্বাস সরকারের এই পদক্ষেপে গ্রাহকরা সুরক্ষিত বোধ করবেন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের মত ঝুঁকিপূর্ণ স্থানে বিনিয়োগের বদলে গ্রাহকরা সেক্ষেত্রে ব্যাঙ্কেই তাদের আমানত রাখতে পছন্দ করবে। এছাড়াও অনেকের আশা যে ব্যাঙ্কে আমানতের উপরে সুদের হার বাড়ানো হবে। ফলে সেভিংস, কিংবা ফিক্সড ডিপোজিটে বাড়বে সুদের হার, যদিও বাজেটে এই বিষয়ে আলোচনা থাকলেও আরবিআইয়ের ঘোষণা না হওয়া পর্যন্ত তা কার্যকর হবে না। 


আরও পড়ুন: 8th Pay Commission: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় উপহার, অষ্টম পে কমিশনে কত বাড়বে পেনশন ?