Nirmala Sitharaman: আত্মনির্ভর ভারতে বহুদিন ধরেই এই ট্যাক্স (Income Tax) নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে স্টার্টআপদের (Start Ups) জন্য এই ট্যাক্স সমস্যা তৈরি করছিল অনেক ক্ষেত্রে। এবার দেশে বিনিয়োগ বাড়াতে অ্যাঞ্জেল ট্যাক্স অবলুপ্তির প্রস্তাব করল সরকার। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় উঠে এসেছে এই বিষয়।
অ্যাঞ্জেল ট্যাক্স আসলে কী ?
অ্যাঞ্জেল ট্যাক্স বলতে আনলিস্টেড কোম্পানি বা স্টার্টআপের ওপর চাপানো সরকারি ট্যাক্সকে ধরা হয়। মনে রাখবেন, নতুন এই স্টার্টআপগুলি তহবিলের জন্য বাইরের থেকে অর্থ সংগ্রহ করে। কোনও কারণে এই অর্থ সংগ্রহের পরিমাণ বা মূল্যায়ন কোম্পানির ন্যায্য বাজার মূল্যের চেয়ে বেশি হলেই সরকারকে এই অ্যাঞ্জেল ট্যাক্স দিতে হত। সেই ক্ষেত্রে ৩০ শতাংশ হারে এই অ্যাঞ্জেল ট্যাক্স দিতে হত স্টার্টআপদের।
কী কারণে কত দিতে হত স্টার্টআপদের
এটি আয়কর আইনের 1961 এর ধারা 56(2)(viib) এর অধীনে একটি বিধান। মূলত বহিরাগত বিনিয়োগকারীদের কাছ থেকে স্টার্টআপরা তহবিল সংহ্রহ করলে প্রাপ্ত বিনিয়োগকে "অন্যান্য উত্স থেকে আয়" বা ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে দেখা হত। সেই হিসাবেই 30% হারে কর দিতে হত হত কোম্পানিগুলিকে৷
এতে কী সমস্যা হত স্টার্টআপগুলির ?
নগদের সমস্য়া : এই ট্যাক্সের ফলে নতুন স্টার্টআপগুলি প্রায়শই তহবিলের জন্য সমস্য়ায় পড়ত। তাদের অপারেশনাল খরচের উপরে করের বোঝা সামলানো চ্যালেঞ্জিং মনে হত।
কোম্পানির মূল্যায়ন নিয়ে বিতর্ক : শেয়ারের "ন্যায্য বাজার মূল্য" এর উপর প্রদত্ত যেকোনও প্রিমিয়ামের উপর ট্যাক্স ধার্য হওয়ায় স্টার্টআপ এবং কর কর্তৃপক্ষের মধ্যে মূল্যায়ন নিয়ে মতবিরোধ তৈরি হত।
বৃদ্ধিকে বাধাগ্রস্ত হত: অ্যাঞ্জেল ট্য়াক্সের এই নিয়ম সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পে বাধা হতে পারে। যার ফলে সরকার যে উদ্ভাবন ও বৃদ্ধিকে উৎসাহিত করার লক্ষ্য করে এগোচ্ছিল তা বাধাগ্রস্ত হচ্ছিল।
এখন কী সুবিধা হবে
অ্যাঞ্জেল ট্যাক্স অপসারণ এখন স্টার্টআপদের বিনিয়োগের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে যা শেষ পর্যন্ত সমগ্র স্টার্টআপ ইকোসিস্টেমকে উপকৃত করবে। ভারতকে একটি বিশ্বব্যাপী উদ্ভাবন কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত করবে।
Budget 2024: কমছে সোনা-রুপোর দাম? বাজেটে বড় সুখবর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর