নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশের দিনই আয়কর সংক্রান্ত আইনে বদল আনার কথা ঘোষণা করলেন রাজস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে। তিনি জানিয়েছেন, ‘আয়কর আইনে আমরা কিছু বদল এনেছি। এতদিন কোনও ভারতীয় নাগরিক ১৮২ দিনের বেশি দেশের বাইরে থাকলেই তাঁকে অনাবাসী ঘোষণা করা হত। নতুন নিয়ম অনুসারে, কেউ যদি ২৪০ দিন ভারতের বাইরে থাকেন, তাহলেই তাঁকে অনাবাসী ঘোষণা করা যাবে। কিছু মানুষ আবার কোনও দেশেরই নাগরিক নন। তাঁরা কিছুদিন করে বিভিন্ন দেশে থাকেন। তাই যদি কোনও ভারতীয় নাগরিক অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ না করেন, তাহলে তাঁকে ভারতের নাগরিক হিসেবেই গণ্য করা হবে। তিনি বিশ্বের যে দেশ থেকেই অর্থ উপার্জন করবেন, সেটি করযোগ্য বলে বিবেচিত হবে।’
রাজস্ব সচিব আরও জানিয়েছেন, ‘আমরা করছাড় সংক্রান্ত সব ক্ষেত্র নিয়েই আলোচনা করেছি। আমরা দেখেছি, ১২০টি ক্ষেত্রে করছাড় দেওয়া হয়। আমরা সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছি, নতুন আয়কর ব্যবস্থায় করছাড় সংক্রান্ত ৭০টি ক্ষেত্র বাতিল করা হচ্ছে। এর ফলে করব্যবস্থার সরলীকরণ করা হয়েছে।’
আজ ২০২০-২১ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। তিনি আয়কর কমানো, আয়কর সংক্রান্ত কয়েকটি নতুন ধাপ তৈরি করা, আয়কর ছাড়ের ৭০টি ক্ষেত্র বাতিল করা সহ নানা ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, চাহিদা সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ ও নাগরিকদের খরচ বাড়ানোই সরকারের লক্ষ্য। যেহেতু রাজস্ব ক্ষেত্রে আর জোর দেওয়া যাবে না, আর্থিক দায়বদ্ধতা ও বাজেট ম্যানেজমেন্ট সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না করেও আর্থিক ঘাটতি সংক্রান্ত লক্ষ্য ০.৫ শতাংশ শিথিল করা হয়েছে। কর্পোরেট কর কমানো হয়েছে এবং বেসরকারি সংস্থাগুলিকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া জিএসটি আদায় বাড়ার ফলে রাজস্ব বাড়বে। বাজেট বক্তৃতা দীর্ঘ হলেও, তিনি ফোকাস হারাননি বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
কেউ অন্য কোনও দেশের নাগরিক না হলে ভারতীয় হিসেবেই গণ্য হবেন এবং কর দিতে হবে, ঘোষণা রাজস্ব সচিবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2020 07:48 PM (IST)
নতুন নিয়ম অনুসারে, কেউ যদি ২৪০ দিন ভারতের বাইরে থাকেন, তাহলেই তাঁকে অনাবাসী ঘোষণা করা যাবে।
NEXT
PREV
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -