কলকাতা: ২০২৪- এর ভোটের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) ঘোষণা হল আজ। এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "স্বাধীন ভারতের ইতিহাসে আগামী যুগ নতুন দিগন্তের উন্মোচন বলে মনে করবে। এই বাজেট প্রান্তিক কৃষক থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ, শিল্পদ্যোগ, শিল্পপতি, মধ্যবিত্ত সকলের কথা ভেবেছে।'


বাজেট নিয়ে প্রতিক্রিয়া শমীকের: এদিন শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকারের যে স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা তার ৬৬ শতাংশ বৃদ্ধি হয়েছে বাজেটে। পরিমাণ ৭৯ হাজার কোটি টাকা। মূলধনী খাতে ব্যয় ৩৩ শতাংশ বেড়েছে। এই বাজেট পিছিয়ে পড়া ব্লকে গিয়ে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করছে। এতে রাজ্য সরকার যোগ দেয় না। তাদের বিভাজনের রাজনীতির কারণে ৩টে পিছিয়ে পড়া জেলা বঞ্চিত হল।''


বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলীপের: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Election)। তার আগে পূর্ণাঙ্গ বাজেট (Budget 2023) পেশ হল সংসদে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "নির্মলাজি যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে। অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে। সার্বিক ভাবে খুশি মানুষ।''  বাজেট পেশের পর মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।


দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পরে বাড়ল আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা। আয়কর কাঠামোয় বড় রদবদলের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। নতুন কর কাঠামোয় ৫ লক্ষ থেকে ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে ৭ লক্ষ । নতুন কর কাঠামোয় বছরে ৭ লক্ষ পর্যন্ত আয়ে আয়কর শূন্য । নতুন কর ব্যবস্থায় ৩ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ২০% থেকে কমে ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০% আয়কর। ২০% থেকে কমে ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫% কর।৩০% থেকে কমে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০% আয়কর। ১৫ লক্ষের বেশি টাকা আয়ে আগের মতোই ৩০% আয়কর। অপরিবর্তিত থাকছে পুরনো আয়কর কাঠামো। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১৫ লক্ষের বদলে রাখা যাবে ৩০ লক্ষ টাকা। এমআইএসে সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষ, জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ। মহিলাদের জন্য এককালীন বিশেষ স্বল্পসঞ্চয়ী প্রকল্প 'মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট'। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে সুদ মিলবে ৭.৫%।


আরও পড়ুন: Budget 2023: বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য সুখবর ! সিনিয়র সিটিজেন স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা