Diwali Gift : দীপাবলির উপহার লাক্সারি কার, ৫১জন পেলেন বিলাসবহুল গাড়ি, কে দিলেন ?
Luxury Cars : সব মিলিয়ে ৫১জনকে এই বিলাসবহুল উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Luxury Cars : কোনও অতিরিক্ত নগদ বা বোনাস নয়, দীপাবলিতে কোম্পানির সেরা পারফরমারদের বিলাসবহুল গাড়ি উপহার দিলেন মালিক। সব মিলিয়ে ৫১জনকে এই বিলাসবহুল উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
কে দিয়েছে এই দীপাবলির উপহার
কোম্পানিতে অসাধারণ পারফরম্য়ান্স করার স্বীকৃতি হিসাবে ক্রমীরা পেলেন লাক্সারি কার। সম্প্রতি চণ্ডীগড়ের ব্যবসায়ী এম কে ভাটিয়া দিয়েছেন এই উপহার। পঞ্চকুলায় মিটস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা তার কর্মীদের অসাধারণ উপহার দিয়ে দীপাবলি উদযাপন করেছেন। পিটিআই-এর প্রতিবেদন বলছে, ভাটিয়া চলতি সপ্তাহে তার সেরা পারফর্মিং টিম সদস্যদের ৫১টি নতুন গাড়ি উপহার দিয়েছেন। গাড়ি দেওয়ার সময় তাঁর মুখে 'হাফ সেঞ্চুরি' শব্দটি উঠে এসেছে।
কোথায় দেখানো হয়েছে এই খবর
এই খবরের বিষয়ে ভাটিয়া লিঙ্কডইনে খবরটি শেয়ার করেছেন। কীভাবে কোম্পানি তার সবচেয়ে নিবেদিতপ্রাণ কর্মীদের গাড়ি দিয়ে সম্মানিত করেছে তা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই নিয়ে দীপাবলিতে গাড়ির দেওয়ার ঐতিহ্য দু-বছর ধরে রাখলেন তিনি। ভিডিওতে কোম্পানির জন্য সেরা পারফরম্যান্সে দেওয়ার কারণে কর্মীদের "রকস্টার" হিসেবে উল্লেখ করেছেন ভাটিয়া। তিনি বলছেন, কর্মীরাই কোম্পানির মেরুদণ্ড। যে কারণে দীপাবলিতে কর্মীদের লাক্সারি কারা দেওয়া হয়েছে।
গাড়ি উপহারের অনুষ্ঠান কেন
পিটিআই-এর রিপোর্ট বলছে, উপহার অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত "গাড়ি উপহার সমাবেশ"-এর মাধ্যমে শেষ হয়। যেখানে প্রাপকরা তাদের নতুন গাড়িগুলি শোরুম থেকে পাঁচকুলায় মিটস হাউস অফিসে নিয়ে যান। গত বছর দীপাবলির ঠিক এক সপ্তাহ আগে ভাটিয়া তার সেরা কর্মচারীদের ১৫টি গাড়ি উপহার দিয়েছিলেন। তার আগের বছর, তিনি তার কর্মীদের ১২টি গাড়ি উপহার দিয়ে শিরোনামে এসেছিলেন। আসলে, গত বছর ভাটিয়া এই বছর ৫০টি গাড়ি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তার কোম্পানি প্রাথমিকভাবে নবীন স্নাতকদের নিয়োগ করে এবং তাদের প্রশিক্ষণ দেয়। সেরা কর্মচারীদের তাদের দলের ভাইস-প্রেসিডেন্ট পদে উন্নীত করা হত।
অতীতেও দীপাবলিতে এই ধরনের বিলাসবহুল গাড়ি দিয়ে সংবাদের শিরোনামে এসেছে অনেক কোম্পানি। সেই ক্ষেত্রে BMW, Mercedes Benz ছাড়াও অনেক লাক্সারি গাড়ি দেওয়া হয়েছে কর্মীদের। অনেকে আবার রয়্যাল এনফিল্ড বাইকও দিয়েচেন কর্মীদের সেরা পারফরম্যান্সের জন্য। এমনকী এই উপহার দেওয়ার পর কর্মীদের সঙ্গে বাইর র্যালিতে নেমে গেছেন খোদ মালিকও।























