SEBI Order: সংস্থার গোপন তথ্য ফাঁস করে শেয়ারের দাম বাড়ানো ! এই ৪ সংস্থাকে ৪ কোটির জরিমানা করল সেবি; জড়িয়ে জনপ্রিয় টিভি চ্যানেলের নামও
Insider Trading Scam Exposed: তদন্তে দেখা গিয়েছে যে এই স্টক টিপসগুলি সংস্থাগুলির সঙ্গে আগে থেকেই ভাগ করে নেওয়া হত, আর এর ফলেই এই স্টক সুপারিশ পেয়ে সাধারণ মানুষ বিনিয়োগ করতে শুরু করলে তাদের প্রভূত লাভ হত।

Insider Trading: জনপ্রিয় একটি প্রথম সারির টেলিভিশন চ্যানেলে অতিথি বাজার বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ বা স্টক সুপারিশের আগাম তথ্যের ভিত্তিতে বাজারে লেনদেন চালাচ্ছিল চারটি সংস্থা। আর এই জালিয়াতির দায়ে বাজারের ৪ সংস্থা তথা এনটিটিকে নিষিদ্ধ করেছে সেবি এবং এদের উপরে মোট ৪ কোটি টাকার জরিমানা আরোপ করেছে। ৫৫ পাতার একটি নির্দেশনামায় সেবি জানিয়েছে এই উল্লিখিত নিষেধাজ্ঞার সময়কাল গণনা করা হবে ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের অন্তর্বর্তীকালীন আদেশের তারিখ থেকে।
পৃথকভাবে সেবি বাজারের অপারেটর পার্থসারথী ধরকে ৫০ লক্ষ টাকা, মনন শেয়ারকম ও কানহা ট্রেডিং সংস্থাকে ৭৫ লক্ষ টাকা এবং SAAR কমোডিটিজকে ২ কোটি টাকা জরিমানা করেছে। তার আদেশে সেবি উল্লেখ করেছে যে চারটি সংস্থা অতিথি বিশেষজ্ঞদের দেওয়া স্টক সুপারিশের আগাম তথ্যের ভিত্তিতে লেনদেন করে প্রভূত লাভ করেছে।
তদন্তে দেখা গিয়েছে যে এই স্টক টিপসগুলি সংস্থাগুলির সঙ্গে আগে থেকেই ভাগ করে নেওয়া হত, আর এর ফলেই এই স্টক সুপারিশ পেয়ে সাধারণ মানুষ বিনিয়োগ করতে শুরু করলে তাদের প্রভূত লাভ হত। টেলিভিশনে প্রচারিত স্টকের সুপারিশ দেখে সেই শেয়ারের দাম অন্যায্যভাবে ওঠানামা করানো হত। আর সময় সুযোগ বুঝে মুনাফা বুক করে নিত এই সংস্থাগুলি, টাকা লোকসান হত সাধারণ বিনিয়োগকারীদের। হোয়াটসঅ্যাপ চ্যাট, ট্রেডিং প্যাটার্ন এবং প্রফিট শেয়ারিং ইত্যাদিও উঠে এসেছে তদন্তের সময়।
সেবি দেখেছে যে এই স্কিম সিস্টেমেটিক ইনফরমেশনে অসামঞ্জস্য তৈরি করেছিল। এর ফলে টেলিভিশন চ্যানেলে আগত অতিথি বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের ট্রেড করতে প্ররোচিত করেছিল। কারণ সাধারণ মানুষের জানা ছিল না যে এই তথ্যগুলি আগে থেকে অন্যান্য সংস্থাকে দেওয়া ছিল এবং স্টকের দাম বাড়ানো-কমানো বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছিল। আর এই স্কিম থেকে অবৈধভাবে বাজারে ৭.৪১ কোটি টাকার মুনাফা করেছে এই সংস্থাগুলি, যা ইতিমধ্যেই সেটলমেন্টের মাধ্যমে লিকুইড করার চেষ্টা চলছে সেবির তদন্তের পাশাপাশি। এই ধরনের ট্রেডিংয়ে অংশগ্রহণের কারণে সংস্থাগুলি PFUTP নিয়মের বিধান লঙ্ঘন করেছে।
সেবি আরও জানিয়েছে যে পার্থসারথী ধর, SAAR কমোডিটিজ প্রাইভেট লিমিটেড, মনন শেয়ারকম, কানহা ট্রেডিং সংস্থাগুলিকে সিকিউরিটিজ বাজার থেকে নোটিশ জারি করে নিষিদ্ধ করা হয়েছে। সিকিউরিটিজ বাজারে সরাসরি বা পরোক্ষভাবে যে কোনও উপায়ে দুই বছরের জন্য কেনাবেচা সহ অন্য যে কোনও লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ জারি করা হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















