LPG Price Cut : মাসের শুরুতেই সুখবর, কমল গ্যাসের দাম, এবার পাবেন আরও সস্তায়
অক্টোবরে সারা দেশেই ১৯ কেজি এলপিজির দাম বেড়েছিল। তাই এই মাসে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি মাসের শুরুতেই নতুন দাম স্থির হল এলপিজি সিলিন্ডারের । আজ ১ নভেম্বর। খানিকটা কমল ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। এই ওজনের এলপিজি সিলিন্ডার ব্যবহার হয় বাণিজ্যিক ক্ষেত্রে।
কোথায় কত দাম
১ নভেম্বর থেকে, ১৯ কেজি ওজনের প্রতি সিলিন্ডারের দাম ৫ টাকা কমিয়ে ১,৫৯০.৫ টাকা ( দিল্লির দাম) করা হয়েছে। আগের মাসে এই দাম ছিল ১,৫৯৫.৫ টাকা । কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার আজ থেকে ৬.৫ টাকা কমে পাওয়া যাবে। এখনকার দাম ১,৬৯৪ টাকা । অক্টোবর মাসে এই দাম ছিল ১,৭০০.৫ টাকা। অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজির মুম্বইয়ে ছিল ১,৫৪৭ টাকা। এখন বাণিজ্যনগরীতে এলপিজির দাম ৫ টাকা কমে গিয়ে হল ১,৫৪২ টাকা । চেন্নাইতে ১৯ কেজি এলপিজির দাম কমে আজ থেকে ১,৭৫০ টাকা। অক্টোবরের থেকে সাড়ে ৪ টাকা কমল দাম।
অক্টোবরে সারা দেশেই ১৯ কেজি এলপিজির দাম বেড়েছিল। তাই এই মাসে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে, দিল্লি ও মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৫.৫ টাকা করে বাড়ানো হয়েছিল। কলকাতা ও চেন্নাইতে ১৬.৫ টাকা করে দাম বাড়ানো হয়।
গার্হস্থ্য ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারে দাম
যদিও এই মাসে গার্হস্থ্য ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারে দাম কমার কোনও খবর নেই। ২০২৫ সালের এপ্রিল থেকে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। নভেম্বরেও একই রইল বাড়িতে ব্যবহার করা সিলিন্ডারের দাম। ১৪.২ কেজি এলপিজির দাম দিল্লিতে এখন ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইতে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা।






















