Financial Changes: LPG সস্তা, বাড়ল টোল ট্যাক্স, UPI থেকে আয়কর; আজ থেকেই বদলে গেল এই ১০ নিয়ম
Financial Rules Changed from April 1: আজ থেকেই সস্তা হয়েছে বাণিজ্যিক এলপিজির দাম, আবার আজ থেকে বদলে যাবে ব্যাঙ্কিং ও পেনশন সম্পর্কিত বেশ কিছু নিয়ম। জেনে নিন বিশদে।

Financial Rules Changed: ১ এপ্রিল থেকেই শুরু হয় নতুন অর্থবর্ষ। আর এই নতুন অর্থবর্ষের শুরুতেই বেশ কিছু নিয়ম কানুন বদলে গিয়েছে। আজ থেকেই সস্তা হয়েছে বাণিজ্যিক এলপিজির দাম, আবার আজ থেকে বদলে যাবে ব্যাঙ্কিং ও পেনশন সম্পর্কিত বেশ কিছু নিয়ম যা আপনার কর্মজীবনেও ব্যাপক প্রভাব ফেলবে। ফলে জেনে নিন কী কী নিয়ম এবার থেকে বদলে গেল।
১) বাণিজ্যিক এলপিজির দাম কমল
দেশের সমস্ত শহরে এপ্রিলের শুরু থেকেই এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৪০ টাকা করে। তবে ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দামে কোনও বদল হয়নি। দিল্লিতে গ্যাসের দাম কমেছে সিলিন্ডার পিছু ৪১ টাকা, তবে কলকাতায় এই দাম কমেছে ৪৪ টাকা ৫০ পয়সা। আবার অন্যদিকে চেন্নাইতে গ্যাসের দাম ৪৩ টাকা ৫০ পয়সা কমে গিয়েছে প্রতি সিলিন্ডারে।
২) ১২ লাখ পর্যন্ত আয় করমুক্ত
নতুন অর্থবর্ষের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হবে। সম্প্রতি পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়েছেন। তাঁর ঘোষণা অনুসারে এবার থেকে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না আপনাকে। এছাড়া আগের ৫০ হাজারের বদলে এবার ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন আপনি।
৩) ইউপিএস নিয়ে বদল
আজ ১ এপ্রিল থেকে পুরনো পেনশন স্কিমের বদলে চালু হল ইউনিফায়েড পেনশন স্কিম। ২০২৪ সালের অগাস্ট মাসে এই নয়া স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এতে উপকৃত হবেন প্রায় ১৩ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী।
৪) বিমানের জ্বালানি সস্তা
বাণিজ্যিক এলপিজি সস্তা হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে আজ থেকেই বিমানের জ্বালানিও সস্তা হয়ে গিয়েছে। ৯০ হাজার টাকা প্রতি কিলোলিটারের জায়গায় এখন দাম কমে হয়েছে ৮৪ হাজার টাকা প্রতি কিলোলিটারে।
৫) ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স
সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই, পিএনবি, কানারা ব্যাঙ্কের তরফে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক বাড়ানোর আবেদন করা হয়েছে। যদি কোনও গ্রাহক এই ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে অসমর্থ হন, তাহলে তাঁর জরিমানা কাটা হবে।
৬) গাড়ির দাম বাড়বে
বিএমডব্লিউ থেকে মারুতি, এমনকী টাটার গাড়ির দামও আজ থেকেই বেড়ে যাচ্ছে। অন্যদিকে মহিন্দ্রার এসইউভি গাড়ির দামও বেড়ে যাবে ১ এপ্রিল থেকেই।
৭) ক্রেডিট কার্ডের নিয়মে বদল
১ এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু বদল এনেছে। ক্যাশব্যাক অফার, রিওয়ার্ড পয়েন্ট, ফি ইত্যাদি সংক্রান্ত নিয়মে বেশ কিছু বদল এসেছে।
৮) ইউপিআই নিয়মে বদল
আজ থেকে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ফোনপে, গুগল পে-র সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলিকে এনপিসিআই তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেবে।
৯) টোল ট্যাক্স বেড়ে গেল
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আজ থেকে টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এর ফলে আগের থেকে অনেক বেশি টাকা খরচ হবে টোলে। আলাদা আলাদা জাতীয় সড়কে আলাদা আলাদা টোল ট্যাক্স আরোপ করেছে।
১০) জিএসটির নিয়মে বদল
১৮০ দিনের বেশি পুরনো আধার নথির মাধ্যমে ই-বিল বানানো যাবে না আর আজ থেকে। আর জিএসটি পোর্টালে এবার থেকে মাল্টি ফ্যাক্ট অথেন্টিকেশন চালু হয়ে যাবে।






















