Gold Bond : সোভরেইন গোল্ড বন্ড স্কিমের (Sovereign Gold Bond) তৃতীয় সিরিজের সাবস্ক্রিপশন শুরু হয়েছিল ১৮ ডিসেম্বর। এবার এল চতুর্থ সিরিজের সাবস্ক্রিপশন। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সোভরেইন গোল্ড বন্ডের চতুর্থ সিরিজের সাবস্ক্রিপশন। এর আগে ডিসেম্বর মাসে আরেকটি সাবস্ক্রিপশনের সুযোগ দেওয়া হয়েছিল আরবিআইয়ের (RBI) পক্ষ থেকে। সেখানে সোনার ইস্যু প্রাইস নির্ধারিত হয়েছিল প্রতি ইউনিটের জন্য ৬.১৯৯ টাকা। তবে এবার এখনও পর্যন্ত ইস্যু প্রাইস জানায়নি আরবিআই।


সেটলমেন্ট ডেট কত তারিখ পর্যন্ত?


১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই সোভরেইন গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি গ্রাহকদের ইস্যু করা হবে এই বন্ড।


কত ছাড় দিচ্ছে সরকার ?


ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে অনলাইনে এই গোল্ড বন্ডের কেনা-বেচার উপর গ্রাম প্রতি ৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।


কোথায় কেনা যাবে ?


কমার্শিয়াল ব্যাঙ্ক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ইত্যাদি প্ল্যাটফর্মে সহজেই কেনা যাবে এই সোভরেইন গোল্ড বন্ড।


কারা বিনিয়োগ করতে পারবেন ?


যে কোনও ভারতীয় নাগরিক, হিন্দু অবিভক্ত পরিবার, পাবলিক এবং প্রাইভেট ট্রাস্ট, বিশ্ববিদ্যালয়, চ্যারিটেবল ইনস্টিটিউশন চাইলে গোল্ড বন্ডে বিনিয়োগ করতে পারেন।


গোল্ড বন্ড কী?


২০১৫ সালে প্রথম ভারত সরকার এই সোভরেইন গোল্ড বন্ড স্কিম চালু করে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সময়ে সময়ে এই গোল্ড বন্ডের (Gold Bond) সাবস্ক্রিপশন চালু করে। প্রতিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর সাবস্ক্রিপশনের মূল্য নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে পাকা সোনা না কিনে সোনার দামের উপর একটি বন্ড কেনেন ক্রেতা। এই বন্ড একটি বিনিয়োগ যা সোনার দামের উপর নির্ভরশীল। একটি নির্দিষ্ট ওজনের সোনার দাম কেনা হয় এই গোল্ড বন্ডের মাধ্যমে যা পরে বেচে রিটার্ন পাওয়া যায়।


কত সোনা কিনতে হয়?


ন্যূনতম ১ গ্রাম সোনা এবং সর্বোচ্চ ৪ কেজি সোনা (হিন্দু অবিভক্ত পরিবারের জন্য) কেনা যায় এই বন্ডে। তবে আরবিআই জানিয়েছে কোনও ট্রাস্ট একটি অর্থবর্ষে সর্বাধিক ২০ কেজি পর্যন্ত সোনার মূল্যে বন্ড কিনতে পারে।


গোল্ড বন্ডের মেয়াদ আট বছর, তবে পঞ্চম বছরের পর বন্ড ভাঙাতে পারেন ক্রেতা। ফলে ৫ বছরের একটা লক-ইন পিরিয়ড থাকে এই বন্ডে। আর রিটার্ন তো সোনার দামের উপর নির্ভরশীল। সোনার দাম বাড়লে, রিটার্ন বেশি পাওয়া যায়। তাছাড়াও বার্ষিক একটি নির্দিষ্ট হারে সুদও দেওয়া হয় গোল্ড বন্ডের উপর (২.৫ শতাংশ)।


আরও পড়ুন: Paytm Share Price: পেটিএমে খারাপ খবর ! পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কথা ভাবছে RBI?