Share Market Update: গ্যাপ ডাউনের আশঙ্কা থাকলেও সোমবার সপ্তাহের শুরুতে সবুজে খুলল বাজাল। তবে প্রথম থেকে খুব একটা গতি দেখা যায়নি সূচকে। তবে বেলা দশটার দিকে এক শতাংশ বেড়ে যায় নিফটির সূচক। পিছিয়ে থাকেনি সেনসেক্স। 


Stock Market Opening: কেমন শুরু করেছে বুলসরা ?
বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব ছিল প্রি-ওপেনিংয়ে। মার্কেট সবুজে মাত্র কিছু পয়েন্ট ওপরে শুরু করে। এক সময় লালে চলে এসেছিল নিফটি। পরে অবশ্য সেখান থেকে বড় লাফ দেয় বুলসরা। ফলে বেলা দশটার পর ১.২০ শতাংশের বেশি ওপরে উঠে যায় সূচক। বাড়তে থাকে ব্যাঙ্ক, আইটি এমনকী মেটাল স্টকস।


Share Market Update: এদিন সেনসেক্স 202.34 পয়েন্ট বা 0.38 শতাংশ বৃদ্ধির সাথে 52,995.96 স্তরে খুলেছে। সেখানে নিফটির সূচক 62.00 পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে 15,844.15 স্তরে লেনদেন করেছে। টানা কয়েকদিন পতনের পর আজ বাজারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।


Stock Market Opening: গ্লোবাল মার্কেটের গতি


এশিয়ার বাজারগুলো আজ ভালো শুরু করেছে। নিক্কেই সবুজে শুরু করায় ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে। একই সময়ে সাংহাই ও কসপি লালে ট্রেড করছে। পাশাপাশি মার্কিন বাজারে ডাও জোনস বেড়েছে 150 পয়েন্ট । শুক্রবার, মার্কিন বাজারগুলি ভাল লাভের সঙ্গে বন্ধ হওয়ায় তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।


Share Market Update: ৭টি শেয়ারের পতন অব্যাহত রয়েছে


এদিন সেনসেক্সের শীর্ষ-30 স্টকগুলির মধ্যে 7টি স্টক লালে ট্রেড করছে। বাকি ২৩টি শেয়ারে ভালো লেনদেন হচ্ছে। আজকের টপ গেনার স্টক হল টাটা স্টিল। একই সময়ে টপ লুজারে নাম লিখিয়েছে আল্ট্রাকেমিক্যাল।


Stock Market Opening: আপনি কোন স্টক কিনছেন ?


আজ বাজার শুরুর সঙ্গে সঙ্গে টাটা স্টিল ছাড়াও, টাইটান, মারুতি, বাজাজ ফাইন্যান্স, এলটি, এমঅ্যান্ডএম, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, রিলায়েন্স, উইপ্রো, এইচএল টেক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, টিসিএস, ইনফোসিস, সান ফার্মা, আইটিসি ভাল পারফরম্যান্স দিচ্ছে।


আরও পড়ুন : Aadhar-Pan Update: এই টাকার লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক , এই তারিখ থেকে কার্যকর হবে নিয়ম