স্টক মার্কেটের আপডেট জানুন এবিপি লাইভ বিজনেসে। এখানে আপনি জানতে পারবেন সংশ্লিষ্ট দিনে শেয়ার মার্কেটে পতন হয়েছে কোন শেয়ারটার। মার্কেটে পিছনের তালিকায় কারা রয়েছে সেটা সবার আগে জানা যাবে এখানে। অনেক শেয়ারই সেনসেক্স, নিফটিতে চাপের মুখে থাকে। মাত্র একটা ক্লিকেই জেনে নিন স্টক মার্কেটে টপ লুজার কারা রয়েছে। এখানে দেখা যাবে টপ লুজারের তালিকা। ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলির চূড়ান্ত পতন হয়েছে তা নিয়েই তৈরি হয় টপ লুজারের তালিকা। টপ লুজারদের শেয়ার এবং শতাংশের হার জেনে নিন এখানে।
Final Top Loser - June 29, 2022
SN. Scheme Name Scheme Category Current NAV 1 Axis AAA Bond Plus SDL ETF - 2026 Maturity MONEY MARKET 10.296 2 Axis Retirement Savings Fund - Conservative Plan - Direct Growth MONEY MARKET 12.4566 3 ICICI Prudential Fixed Maturity Plan - Series 85 - 10 Years Plan I - Cumulative Option INCOME 12.9957 4 Kotak India Growth Fund Series 4 - Regular Plan- Growth option GROWTH 17.783 5 Kotak India Growth Fund Series 4-Direct Plan - Growth Option GROWTH 18.634 6 Nippon India ETF Nifty CPSE Bond Plus SDL - 2024 Maturity MONEY MARKET 106.9027 7 SBI Debt Fund Series C - 50 (1177 Days) - Direct Plan - Growth INCOME 12.6111 8 SBI Debt Fund Series C - 50 (1177 Days) - Regular Plan - Growth INCOME 12.5085 9 quant Quantamental Fund - Growth Option - Direct Plan EQUITY 11.2101 10 quant Quantamental Fund - IDCW Option - Direct Plan EQUITY 11.215
টপ গেনারের তালিকায় রয়েছে- ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ লাভ করেছে তার হিসাব। এই তালিকায় থাকে- স্টকের বর্ধিত দাম, সাম্প্রতিক ট্রেডিং মরসুমে স্টকের ক্লোজিং প্রাইস, এই মুহূর্তে স্টকের মূল্য অনুযায়ী শতাংশের ভিন্নতা প্রভৃতি। এখানে আপনি জানতে পারবেন - শেয়ারের সর্বোচ্চ দাম, কম দাম, কারেন্ট ক্লোজিং প্রাইস, লাস্ট ক্লোজিং প্রাইস। সবথেকে লাভবান কারা ? ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস বৃদ্ধি পায়, তখন সেটাকে লাভ হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে লাভের মুখ দেখে, তারা গেনারের তালিকায় পড়ে। যেসব শেয়ার বেশি লাভের মুখ দেখে, তারা টপ গেনারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন বৃদ্ধি পায়, তখন বাজারে গেনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
টপ লুজার কারা ?
ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস কমে যায়, তখন সেটাকে পতন হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে পতনের মুখে পড়ে, তারা লুজারের তালিকায় ঢুকে যায়। যেসব শেয়ার বেশি ক্ষতির মুখ দেখে, তারা টপ লুজারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন হ্রাস পায়,
তখন বাজারে লুজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: টপ লুজার নেট অ্যাসেট ভ্যালু