স্টক মার্কেটের আপডেট জানুন এবিপি লাইভ বিজনেসে। এখানে আপনি জানতে পারবেন সংশ্লিষ্ট দিনে শেয়ার মার্কেটে পতন হয়েছে কোন শেয়ারটার। মার্কেটে পিছনের তালিকায় কারা রয়েছে সেটা সবার আগে জানা যাবে এখানে। অনেক শেয়ারই সেনসেক্স, নিফটিতে চাপের মুখে থাকে। মাত্র একটা ক্লিকেই জেনে নিন স্টক মার্কেটে টপ লুজার কারা রয়েছে। এখানে দেখা যাবে টপ লুজারের তালিকা। ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলির চূড়ান্ত পতন হয়েছে তা নিয়েই তৈরি হয় টপ লুজারের তালিকা। টপ লুজারদের শেয়ার এবং শতাংশের হার জেনে নিন এখানে।
Final Top Loser - May 09, 2022
SN. Scheme Name Scheme Category Current NAV 1 Aditya Birla Sun Life Crisil AAA Jun 2023 Index Fund-Direct Growth MONEY MARKET 9.9804 2 Aditya Birla Sun Life Crisil AAA Jun 2023 Index Fund-Direct IDCW MONEY MARKET 9.9805 3 Aditya Birla Sun Life Crisil AAA Jun 2023 Index Fund-Regular Growth MONEY MARKET 9.9762 4 Aditya Birla Sun Life Crisil AAA Jun 2023 Index Fund-Regular IDCW MONEY MARKET 9.9762 5 HSBC CRISIL IBX 50:50 Gilt Plus SDL Apr 2028 Index Fund - Direct - Growth MONEY MARKET 9.7692 6 HSBC CRISIL IBX 50:50 Gilt Plus SDL Apr 2028 Index Fund - Direct - Payout of IDCW MONEY MARKET 9.7692 7 HSBC CRISIL IBX 50:50 Gilt Plus SDL Apr 2028 Index Fund - Regular - Growth MONEY MARKET 9.767 8 HSBC CRISIL IBX 50:50 Gilt Plus SDL Apr 2028 Index Fund - Regular - payout of IDCW MONEY MARKET 9.767 9 ICICI Prudential Fixed Maturity Plan - Series 74 -9 Years Plan U Direct Plan Cumulative Option INCOME 18.0829 10 ICICI Prudential Fixed Maturity Plan - Series 85 - 10 Years Plan I - Direct Plan Cumulative Option INCOME 13.0145
টপ গেনারের তালিকায় রয়েছে- ক্লোজিং প্রাইসের তুলনায় শতাংশের বিচারে কোন শেয়ারগুলি সর্বোচ্চ লাভ করেছে তার হিসাব। এই তালিকায় থাকে- স্টকের বর্ধিত দাম, সাম্প্রতিক ট্রেডিং মরসুমে স্টকের ক্লোজিং প্রাইস, এই মুহূর্তে স্টকের মূল্য অনুযায়ী শতাংশের ভিন্নতা প্রভৃতি। এখানে আপনি জানতে পারবেন - শেয়ারের সর্বোচ্চ দাম, কম দাম, কারেন্ট ক্লোজিং প্রাইস, লাস্ট ক্লোজিং প্রাইস। সবথেকে লাভবান কারা ? ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস বৃদ্ধি পায়, তখন সেটাকে লাভ হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে লাভের মুখ দেখে, তারা গেনারের তালিকায় পড়ে। যেসব শেয়ার বেশি লাভের মুখ দেখে, তারা টপ গেনারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন বৃদ্ধি পায়, তখন বাজারে গেনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
টপ লুজার কারা ?
ব্যবসার দিনে যখন সিকিউরিটি প্রাইস কমে যায়, তখন সেটাকে পতন হিসেবে ধরা হয়। যেসব শেয়ার স্টক মার্কেটে পতনের মুখে পড়ে, তারা লুজারের তালিকায় ঢুকে যায়। যেসব শেয়ার বেশি ক্ষতির মুখ দেখে, তারা টপ লুজারের তালিকাভুক্ত হয়। স্টক মার্কেট সূচক যখন হ্রাস পায়,
তখন বাজারে লুজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।