কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজে ক্লাসপিছু সাম্মানিক ১০০ টাকা! দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিস্মিত শিক্ষামহলের একাংশ। ১০০ টাকা সাম্মানিকে ৬ জন অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস নয়, এও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক: গোটা বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, তৃণমূল আমলে এটাই শিক্ষার দাম। সরকার পোষিত তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে ক্লাসপিছু সাম্মানিক দিনমজুরের একদিনের আয়ের থেকেও কম। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে চলতি বছরের মার্চে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপকের ক্লাসপিছু বেতন ৩০০ টাকা ধার্য করা নিয়ে বিতর্ক তৈরি হয়। 


 





এর আগে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটা আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। যেখানে বলা হয়েছিল তারা পদার্থবিদ্যায় বিশেষ লেকচারার পদে নিয়োগ করতে চায়। তাতে ন্যূনতম যোগ্যতা ধরা হয়ে, পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, সঙ্গে নেট কিংবা পিএইচডি। অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হয়েছিল। এখানে বেতন বলা হয়েছিল, ক্লাসপিছু ৩০০ টাকা। ৩০০ টাকার বিনিময়ে একজন নেট কিংবা পিএইচডি পদার্থবিদ্যার স্নাতকোত্তর তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে পড়াতে যেতে হবে। এই সিদ্ধান্তে হইচই পড়ে যায। অনেকে বলেন, যেখানে ইউজিসি বলছে ক্লাসপিছু দেড় হাজার টাকা করে দিতে হবে, সেখানে ক্লাসপিছু কেন একজন অধ্যাপকের ৩০০ টাকা করে বেতন হবে ? সপ্তাহে তিনি সর্বোচ্চ চারটি করে ক্লাস নিতে পারবেন। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে যিনি চাকরি পাবেন, সবকিছু ধরলে তিনি মাসে ৪৮০০ টাকা বেতন পাবেন। এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-ই তার আগে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ঝাড়ুদারের বিজ্ঞপ্তি দিয়েছিল। তাঁর বেতন হচ্ছে- মাসে ৫ হাজার টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদারের বেতন একজন অধ্যাপকের থেকেও বেশি হবে ? অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম হবে ? আর এবার দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিস্মিত শিক্ষামহলের একাংশ।


আরও পড়ুন: Kolkata News: ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু, হরিদেবপুরে বোমাতঙ্ক