খড়গপুর: এ বার আইআইটি  খড়গপুরেও (IIT Kharagpur) এ বার করোনার থাবা। সেখানে একসঙ্গে ৩১ জনের শরীরে কোভিড সংক্রমণ (COVID Positive) ধরা পড়েছে। পড়ুয়া এবং আধিকারিক, সংক্রমিতের তালিকায় রয়েছেন দু’পক্ষই। আক্রান্তদের নিভৃতবাসে (Isolation) পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে আপাতত অনলাইন মাধ্যমেই পাঠনপাঠন চলবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।  


করোনার প্রকোপেই কি না নির্দিষ্ট ভাবে জানা যায়নি, তবে সোমবার ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (GATE)-এর অ্যাডমিট কার্ড বিতরণের কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। জানানো হয়েছে, ৭ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে জানানো। অনলাইন মাধ্যম থেকে তা ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীদের।  


কোভিডের প্রকোপে বিগত কয়েক দিন ধরেই দুশ্চিন্তা দেখা দিয়েছিল আইআইটি খড়গপুরে। ডিসেম্বরের শেষ গত দু’দিনে থেকে রবিবার পর্যন্ত বেশ কয়েক জন সংক্রমিত হন সেখানে। ১৮ ডিসেম্বর কনভোকেশনের পর থেকেই সংক্রমণ ছড়াতে থাকে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Local Train Services : আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন, এনিয়ে কী বলল রেল ?


বড়দিন এবং বর্ষবরণের পর থেকেই রাজ্যে ঊর্ধমূখী করোনা সংক্রমণ, যা বিধিনিষেধ অগ্রাহ্য করে উল্লাসে মেতে ওঠারই ফলশ্রুতি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  তার উপর ওমিক্রনের খাঁড়াও ঝুলছে মাথার উপর। এমন পরিস্থিতিতে রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 


পরিস্থিতি বিবেচনা করে তাই সোমবার থেকেই রাজ্যে আংশিক বিধিনিষেধ জারি হয়েছে। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, অফিস-কাছারি সবেতেই লাগাম টেনেছে রাজ্য সরকার। স্কুলের পঠনপাঠনও আপাতত অনলাইন মাধ্যমেি বেঁধে রাখা হচ্ছে। সংক্রংমণ যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখতে জনস্বার্থ মামলা জমা পড়েছে কলকাতা হাই কোর্টেও। তার মধ্যে আইআইটি খড়গপুরে একসঙ্গে এত জনের সংক্রমণে উদ্বেগ দেখা দিয়েছে।