কলকাতা: জমি জটে বাংলায় আটকে রেলের ৬১টি প্রকল্প, মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) চিঠি দিলেন রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী (Rail Minister) থাকাকালীন ঘোষিত একাধিক প্রকল্পের কাজও আটকে রয়েছে। জমি জট কাটাতে মুখ্য়মন্ত্রীকে হস্তক্ষেপ করার অনুরোধ করলেন রেলমন্ত্রী। জট কাটাতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়ার অনুরোধ রেলমন্ত্রীর। জমি জটে আটকে তারকেশ্বর-মগরা, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেললাইনের কাজ। বজবজ-পূজালি, মছলন্দপুর-স্বরূপনগর, বাসন্তী-ঝড়খালি, দিঘা-এগরা, দিঘা-জলেশ্বরের মতো লাইনের কাজও আটকে। জমি জটে সম্প্রসারণ করা যায়নি কাঁথি থেকে এগরা, এগরা থেকে দিঘা অবধি রেললাইন। শেষ করা যায়নি, নদিয়ার আড়ংঘাটা থেকে দত্তপুলিয়া পর্যন্ত রেললাইন পাতার কাজও। এক দশক ধরে থমকে ছাতনা-মুকুটমণিপুর রেল প্রকল্প।
প্রয়োজনীয় ৮০০ একরের মধ্যে ৫১৭ একর জমি রাজ্য অধিগ্রহণ করলেও রেলের হাতে না তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত একাধিক প্রকল্পের কাজও আটকে বাংলায়। উত্তর দিনাজপুরের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেললাইনের কাজ আটকে। রেলমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে রাজ্যে একাধিক নতুন রেলপথের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রয়েছে ডানকুনি থেকে জঙ্গলপাড়া হয়ে ফুরফুরা শরিফ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কিমি রেলপথ। ঘাটাল-ইরফলা ১১ কিলোমিটার রেল প্রকল্পের কাজও থমকে। তারকেশ্বর থেকে ফুরফুরা শরিফ নতুন লাইনের কাজও জমি অধিগ্রহণ না হওয়ায় শুরুই হয়নি। নন্দীগ্রাম-কেন্দামারি, নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইনের কাজও শেষ হয়নি। জমি অধিগ্রহণের পর কাজ শুরু হলেও নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত রেললাইনের কাজ শেষ হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত একাধিক প্রকল্পের কাজও আটকে বাংলায়। আটকে উত্তর দিনাজপুরের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেললাইনের কাজ। রেলমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে রাজ্যে একাধিক নতুন রেলপথের শিল্যান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর মধ্যে রয়েছে ডানকুনি থেকে জঙ্গলপাড়া হয়ে ফুরফুরা শরিফ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কিমি রেলপথ। ঘাটাল-ইরফলা ১১ কিলোমিটার রেল প্রকল্পের কাজও থমকে। তারকেশ্বর থেকে ফুরফুরা শরিফ নতুন লাইনের কাজও জমি অধিগ্রহণ না হওয়ায় শুরুই হয়নি। নন্দীগ্রাম-কেন্দামারি, নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইনের কাজও শেষ হয়নি। জমি অধিগ্রহণের পর কাজ শুরু হলেও নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত রেললাইনের কাজ শেষ হয়নি।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘সব পাল্টে দেব আমরা, ভারত নাম পছন্দ না হলে চলে যান’, হুঙ্কার দিলীপের, পাল্টা CPM-TMC