রঞ্জিৎ সাউ, কলকাতা: পথ দুর্ঘটনায় রাজারহাটে (Rajarhat) স্থানীয় তৃণমূল (TMC) নেতার মৃত্যু। বুধবার রাতে অ্যাপক্যাপ (App Cab) গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মতিয়ার রহমান সাপুইয়ের। সূত্রের খবর, বুধবার রাতে কামদুনি থেকে রাজারহাটে ফেরার সময় তার বাইকের পেছনে সজোরে অ্যাপক্যাপ গাড়ি ধাক্কা মারলে ছিটকে পরে তৃণমূল নেতা মতিয়ার রহমান সাফুই। এরপর তৈরি করি তাকে উদ্ধার করে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আর জি কর হাসপাতালে।
আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারের পাশাপাশি গোটা এলাকায়। অ্যাপ ক্যাপ গাড়িটিকে আটক করলেও গাড়ির চালাকের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। চালকের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে রাজারহাট থানার পুলিশ।
আরও পড়ুন, দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, মাস শেষের আগেই মিলবে বেতন
তবে শুধু কলকাতাতে নয়, রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে আসছে একাধিক দুর্ঘটনার খবর।
- হাওড়া
পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনা। রানিহাটি মোড়ে গাড়িতে তল্লাশির সময়, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল মোটর ভেহিকল ইন্সপেক্টর, সিভিক ভলান্টিয়ারের। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঘাতক লরির চালকেরও। বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে গিয়ে মৃত মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে শ্রদ্ধা জানান পরিবহণমন্ত্রী ও সমবায়মন্ত্রী।
- বর্ধমান
বর্ধমানে বেপরোয়া বাসের ধাক্কা মোটর বাইকে। গুরুতর জখম মোটর বাইক আরোহী ও চালক। সংকটজনক অবস্থায় পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় উত্তপ্ত মালদার বাবুবাজার এলাকা। রাজ্যসড়ক অবরোধ এলাকাবাসীর। এলাকায় মালদা থানার পুলিশ। জানা গিয়েছে, বেসরকারি বাসটি নালাগোলা থেকে মালদার দিকে আসছিল। পিছন থেকে মোটরবাইককে ধাক্কা মারে বাস। এরপরেই বেপরোয়া বাস চলাচলের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ।