সঞ্চয়ন মিত্র, কলকাতা : স্মরণে স্বামীজি। ১৬০তম জন্মদিনে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন হল বুধবার। বিশেষ এই দিনে বাগবাজারে মায়ের বাড়িতে প্রতিষ্ঠিত হল স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) পূর্ণাবয়ব মূর্তি। মূর্তির উদ্বোধন করেন মায়ের বাড়ির অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ।


বাগবাজার মায়ের বাড়ির (Bagbazar Mayer Bari) অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ জানালেন, ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। স্বামীজির দরিদ্রনারায়ণ সেবার আদর্শের কথা মাথায় রেখে দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল ও শাড়ি। ছিল স্বামীজির জীবন ও বাণী নিয়ে আলোচনা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও বরো চেয়ারম্যান। 


অন্যদিকে, বাগাজারের বলরাম মন্দিরেও পালিত হয় স্বামীজির জন্মদিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বলরাম মন্দিরের অধ্যক্ষ স্বামী চিদ্ রূপানন্দ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর। স্বামীজির জন্মদিন উপলক্ষে দিনভর আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। আলোচনা হয় বিবেকানন্দর জীবন ও বাণী নিয়ে। 


যুগপুরুষের ১৬০তম জন্মদিন। করোনা আবহের মধ্যে, বুধবার দেশজুড়ে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবনে করোনা বিধি মেনে আয়োজন করা হয় করা হয় বিশেষ অনুষ্ঠানের। করোনা আবহে সকাল থেকেই ভক্তদের সচেতন করেন পুলিশকর্মীরা। বিলি করা হয় মাস্ক। ভক্তদের জন্য বাড়ির বাইরেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। বাড়ির ভিতরে প্রবেশ ছিল নিষিধ। 


জন্মদিনে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন শাসক দলের অন্যান্য নেতা-নেত্রীরা। এদিন সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জানাতে যান বিরোধী দলনেতাও।


বেলুড় মঠে দেশাত্মবোধক গান, শারীরিক কসরত্‍, মার্শাল আর্ট, ছাড়াও বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান হয়। তবে বেলুড়মঠে করোনা পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না। বেলুড়মঠের ওয়েবসাইটে দেখানো হয় অনুষ্ঠান।  স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।  বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি চলবে ১৫ অগাস্ট পর্যন্ত।