নয়াদিল্লি: আজ মুম্বইয়ে দ্বিতীয় দিনের বৈঠকে 'I.N.D.I.A'। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।কমিটিতে কে সি বেণুগোপাল রাও, শরদ পাওয়ার, স্ট্যালিন, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, ডি রাজা, ওমর আবদুল্লা, তেজস্বী যাদব, লালন সিং, রাঘব চাড্ডা, মেহবুবা মুফতি। সিপিএমের প্রতিনিধিও থাকবেন কমিটিতে, জানালেন সঞ্জয় রাউত।
সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করে নিতে চাইছে বিরোধী শিবির। পুরোদমে প্রস্তুতি শুরু করে দিতে চাইছে এক ছাতার তলায় আসা সব বিরোধী দলগুলিই। মূল্যবৃদ্ধি,বেকারত্ব, দুর্নীতি, বিভাজনের রাজনীতি মতো ইস্যুগুলিকে হাতিয়ার করে প্রচারে নামতে পারে I.N.D.I.A। এদিনের বৈঠকে ১৪ জনের সমন্বয় কমিটি তৈরি হয়।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি: মোট ১৪ জন আছেন ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চূড়ান্ত করার সিদ্ধান্ত বৈঠকে। দেশের বিভিন্ন অংশে র্যালি-জনসভা করার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া'র মতো স্লোগান বিভিন্ন ভাষায় প্রচার করার সিদ্ধান্ত।
এদিন বৈঠক শেষে রাহুল গাঁধী বলেন, 'ইন্ডিয়া জোটের বৈঠক ভীষণ ফলপ্রসূ হয়েছে। সমন্বয় কমিটি গঠন ও আসন সমঝোতা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ইন্ডিয়া জোটের নেতারা দেশের ৬০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করছেন।ভোটে বিজেপি কোনও অবস্থায় জিততে পারবে না।প্রধানমন্ত্রী ও বিজেপি দুর্নীতির সঙ্গে যুক্ত, ইন্ডিয়া জোট সেটা প্রকাশ্যে আনবে।আদানির সঙ্গে কী সম্পর্ক, কেন স্পষ্ট করছেন না প্রধানমন্ত্রী? বিরোধী জোটের নেতাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে।নীতিগত পার্থক্য থাকলেও বিরোধী নেতারা সামগ্রিক ভাবে ঐক্যবদ্ধ।'
বিরোধী শিবিরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পাটনায়। জুন মাসে। জুলাই মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। তৃতীয় দফার বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে একযোগে লড়াইয়ের লক্ষ্যে কমিটি গঠনের দিকে জোর দিতে পারে I.N.D.I.A.। প্রত্যেক দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হতে পারে। একসঙ্গে কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করার বিষয়টিও দেখতে পারে কমিটি। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী শিবিরের নাম ঘোষণা করেন- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ২৬টি দলের প্রায় ৪ ঘণ্টার বৈঠক শেষে সেই ঘোষণা করা হয়।