কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah )  বৈঠকের দিনেই নদিয়ার জনসভা অভিষক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Bandyopadhyay ) । রানাঘাটের মিলন মন্দির মাঠে দুপুর ২টোয় সভা। রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে এই সভায় প্রধান বক্তা অভিষেক।


নদিয়ায় সভা করে গেরুয়া শিবিরে চিড় ধরানোই মূল লক্ষ্য ?


বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নদিয়ায় সভা করে গেরুয়া শিবিরে চিড় ধরানোই মূল লক্ষ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 'যে কোনও রাজনৈতিক দলই সভা করতে পারে, মানুষই ঠিক করবেন, তাঁরা কাকে ভোট দেবেন, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। 

শনিবারই কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে মুখোমুখি হবেন অমিত শা-মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওড়িশার দুই মন্ত্রী।

অভিষেকের আগের সভা 


এর আগে  শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, ইডি, সিবিআইয়ের নাম করে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ তোলেনঅভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে এনিয়ে আদালতে তথ্য পেশের চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। পাল্টা ডায়মন্ডহারবারের সভা থেকে নাম না করে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। নিয়োগ-কেলেঙ্কারি থেকে গরু ও কয়লা পাচারের মতো দুর্নীতির অভিযোগ! ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির তদন্ত! পরপর গ্রেফতারি! এসব ঘিরে ডিসেম্বরের শীতের মরসুমেও রাজ্য রাজনীতি যেন টগবগ করে ফুটছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মেগা ডুয়েল সেই আঁচকে সপ্তমে পৌঁছে দেয়।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র থেকে,  নাম না করে তোলাবাজির অভিযোগে সুর চড়ান শুভেন্দু।  এরপর আবার শনিবার নদিয়ায় সভা অভিষেকের। মতুয়া-গড়ে অভিষেকের বার্তা কি ঝড় তুলবে ? পারবে কি বিজেপির পোক্ত ঘাঁটিতে দাগ কাটতে, সেই দিকেই তাকিয়ে সকলে। 


মুখোমুখি অমিত শাহ -মমতা বন্দ্যোপাধ্যায়

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এক দেশ, এক পুলিশ, এই ভাবনায় নতুন বিল আনতে চলেছে কেন্দ্র। তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের তরফে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তোলা হয় কিনা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।