ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : কিটের আকাল। তাই সরকারি হাসপাতালে (Government Hospital) বন্ধ অ্য়াডিনোর টেস্ট (Adenovirus Test)। এদিকে বেসরকারি ক্ষেত্রে টেস্ট (Private Test) পিছু খরচ ৫ থেকে ২২ হাজার পর্যন্ত টাকা। নাজেহাল অবস্থা রোগীর পরিজনদের।
আক্রান্ত একাধিক, বাড়ছে মৃত্যু
উপসর্গ অনেকটা করোনার মতোই। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্ট এই অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্য়ু হচ্ছে একের পর এক শিশুর। কিন্তু এর হাত থেকে বাঁচার উপায় কী ? বিশেষজ্ঞরা বলছেন, যত বেশি টেস্ট হবে, তত সঠিক চিকিৎসা সময়ে শুরু করা যাবে।
কিটের আকাল, ছেদ পরীক্ষায়
কিন্তু সেখানেও সমস্য়া। কারণ, সরকারি হাসপাতালে কিটের আকাল। তাই বন্ধ অ্য়াডিনোর টেস্ট। অন্য়দিকে, বেসরকারি জায়গায় টেস্টের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে কোথাও টেস্ট পিছু নেওয়া হচ্ছে ২২ হাজার টাকা। কোথাও বা ১৪ হাজার টাকা।
বিশেষজ্ঞদের বক্তব্য়, যে যন্ত্রের সাহায্য়ে অ্য়াডিনো ভাইরাস পরীক্ষা করা হয়, তাতে একসঙ্গে ২২টি সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস চিহ্নিত হয়। একে বলে ভাইরাল প্য়ানেল। এই পরীক্ষার জন্য় প্রয়োজন বিশেষ কিট (Special Test Kit for AdenoVirus)। সূত্রের খবর, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত ক্য়ালকাটা স্কুল অফ ট্রপিকালে অ্যাডিনো ভাইরাসের টেস্ট হয়েছে। কিন্তু বর্তমানে কিট শেষ হয়ে যাওয়ায় সেখানে বন্ধ ভাইরাসের চিহ্নিতকরণ।
বেসরকারি টেস্ট, দামের হেরফের
ক্য়ালকাটা স্কুল অফ ট্রপিকালে নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। অধিকর্তা এস কে গুহ জানিয়েছেন খুব শিগগির এসে পৌঁছবে। কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতাল (Calcutta Medical College Hospital) সূত্রে খবর, কিট নেওয়ার জন্য় টেন্ডার প্রক্রিয়া করা হচ্ছে। এদিকে এই সঙ্কট মুহূর্তে বেসরকারি ল্য়াবগুলির রমরমা। কোথাও টেস্ট পিছু নেওয়া হচ্ছে ৫ হাজার টাকা। কোথাও ৮ হাজার টাকা। কোথাও ১৪ হাজার টাকা। কোথাও আবার ২২ হাজার টাকা।
সেখানে কীভাবে হচ্ছে টেস্ট ? মেশিনে ভাইরাল প্য়ানেলের মাধ্য়মে নিয়মটা করোনার নমুনা সংগ্রহের মতোই। নাক বা গলার থেকে সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করে দেখে নেওয়া হয়। পাশপাশি অ্য়াডিনো পরীক্ষায় আরেকটি নতুন প্রযুক্তি। যেখানে শুধুমাত্র অ্য়াডিনো ভাইরাস চিহ্নিত হবে বলে দাবি। রাজ্য় সরকার সূত্রে খবর, বেলেঘাটা নাইসেডে অ্য়াডিনোর নমুনা পরীক্ষার ব্য়বস্থা করা হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গ সহ জেলায় জেলায় সরকারি কলেজে কিট সরবরাহ করে এই টেস্ট চালু করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন- শিশুদের পাশাপাশি বড়দের শরীরেও বাসা ? ভ্যারিয়েন্ট বদলে শক্তিশালী হচ্ছে অ্যাডিনো ভাইরাস