সৌভিক মজুমদার, কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের (High Court) । রিপোর্ট তলব বিচারপতি রাজাশেখর মান্থার। সিআইডির (CID) কাছে কেস ডায়েরি তলব। আগামী বুধবারের মধ্যে কেস ডায়েরি ও রিপোর্ট তলব। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ নয় ’। মৌখিক নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha)। ‘মাঝে-মধ্যেই পাইলট কারকে অতিক্রম করে চলে যায় শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়’। আদালতে অভিযোগ রাজ্য সরকারের আইনজীবীর। ‘২৫ বছরের পুরনো পাইলট কার দেওয়া হলে কী করা যাবে?’ পাল্টা প্রশ্ন বিরোধী দলনেতার আইনজীবীর ।


রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট: চণ্ডীপুরে (Chandigarh) শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্য়ক্তির মৃত্য়ুর ঘটনায় রাজ্য় সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । পাশাপাশি CID-র থেকে কেস ডায়রি তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) । আগামী বুধবারের মধ্য়ে রিপোর্ট ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।


ময়নায় (Moyna) বিজেপির (bjp) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনার রেশ কাটার আগেই গত বৃহস্পতিবার, অর্থাৎ ৪ মে, পূর্ব মেদিনীপুরের (East Midnapore) চণ্ডীপুরে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের একটি গাড়ির ধাক্কায়, শেখ ইশরাফিল খান নামে এক ব্য়ক্তির মৃত্য়ু হয় বলে অভিযোগ। 


চণ্ডীপুর থানায় FIR দায়ের : জেলাজুড়ে এনিয়ে পথে নামে তৃণমূল (TMC)। চণ্ডীপুর থানায় (Chandigarh Police Station) দায়ের হয় FIR. রবিবার, ঘটনার তদন্তভার হাতে নেয় CID । তার পরদিনই, এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, যে রুটে তাঁর কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার (West Bengal)।


পাল্টা দাবি আইনজীবীর:  দিন রাজ্য়ের তরফে আদালতে দাবি করা হয়, মাঝে মধ্য়েই পাইলট কারকে অতিক্রম করে চলে যায় শুভেন্দু অধিকারীর কনভয় । পাল্টা শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ২৫ বছরের পুরনো পাইলট কার দেওয়া হলে কী করব? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এই মামলায় কাউকে জিজ্ঞাসাবাদ নয়, জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা । 


আরও পড়ুন: Calcutta Highcourt: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম, উপস্থিত মমতা-শুভেন্দু