পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের (Suvendu's convoy) গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত গাড়িচালক আনন্দ কুমার পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শুভেন্দুকে গ্রেফতারির দাবিতে সোহম, দোলা, বীরবাহা হাঁসদা, দেবাংশুর নেতৃত্বে চণ্ডীপুরে মিছিল তৃণমূলের। যদিও ‘এমন কোনও ঘটনা ঘটেনি’, দাবি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।


শুভেন্দু দাবি করেন,'এমন কোনও ঘটনা ঘটেনি। ঘটনা ঘটার অনেক আগেই ওই জায়গা থেকে বেরিয়ে আসি।'  পূর্ব মেদিনীপুরের ডিএসপি হেড কোয়ার্টার জানিয়েছেন,'বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি, কনভয়ের প্রত্যেককে আইনি নোটিস পাঠানো হবে'এফআইআর দায়ের পরিবারের, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে।'


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


প্রসঙ্গত, রাজ্যের হেভিওয়েট নেতাদের কনভয়ে কখনও উঠেছে হামলার অভিযোগ, কখন প্রকাশ্যে এসেছে অন্য কোনও ইস্যু। তবে এবার শুভেন্দু কনভয় নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। তবে এর আগে ২০২২ সালে মারিশদার কনভয় দুর্ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়ি ! সোমবার রাতে কালিকাপুরের কাছে দুর্ঘটনা (Accident )  ঘটেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে লরির ধাক্কা লাগে। চুরচুর হয়ে গিয়েছিল পুলিশের গাড়ির লুকিং গ্লাস। দুর্ঘটনার পরই দাঁড়িয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়।লরির চালককে ধরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে মারিশদায় দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। 


গত বছর ১ জুলাই , সকাল সাড়ে এগারোটা নাগাদ কাঁথির বাড়ি থেকে মেচেদার দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পথে ১১৬’র বি জাতীয় সড়কে মারিশদার কাছে, উল্টোদিক থেকে আসা একটি লরি শুভেন্দু অধিকারীর কনভয়ের প্রথমে থাকা CRPF’এর এসকর্ট গাড়িকে ধাক্কা মারে। CRPF’এর যে গাড়িকে লরিটি ধাক্কা মারে। তার দু’টি গাড়ি পরেই ছিল শুভেন্দু অধিকারীর গাড়ি। দুর্ঘটনার পরই, এলাকা থেকে পালিয়ে যায় লরিটি। শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেছিলেন, একটি ভারী গাড়ি আমার কনভয়ের একটি CRPF’এর এসকর্ট গাড়িতে ধাক্কা দেয়। ভগবান জগন্নাথের কৃপায় কারও কোনও আঘাত লাগেনি।