কলকাতা: অ্যানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের (Drmatologists) চিকিত্সা করার অভিযোগ। কলকাতায় ফের গ্রেফতার ভুয়ো চিকিত্সক (Fake Doctor) ও তাঁর সহযোগী। ৮ ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর (Rabindra Sarabar) থানায় অভিযোগ দায়ের করেন এক অ্যানাস্থেটিস্ট।


অভিযোগ, তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্সা করছেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা ছাড়াও ঘাটাল, ঝাড়গ্রাম এমনকি খাস কলকাতায় চেম্বার খুলে চিকিত্সা করছেন ভুয়ো চিকিত্সক। এমনকি ভুয়ো চিকিত্সকের সহযোগীও নিজেকে চিকিত্সক পরিচয় দিতেন বলে অভিযোগ। গতকাল ভুয়ো চিকিত্সক শুভ নাথ ও তাঁর সহযোগী রাজীব সরকারকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। প্রতারণা-সহ ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। 


এর আগে বড়সড় প্রতারণার পর্দাফাঁস করে পুলিশ। ফের নজরে ভুয়ো কলসেন্টার (Fake Call Center)। গত কয়েক মাসে বেশ কয়েকটি ভুয়ো কল সেন্টারে হানা দিন পুলিশ। 


প্রযুক্তিগত সহায়তার টোপে বিদেশিদের প্রতারণা করত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।  গ্রেফতার করা হয়েছে  ১৬ জনকে। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের BP ব্লকের একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণার কারবার।


সম্প্রতি, ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়। হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। পুলিশের দাবি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার জুড়ে এই প্রতারণা চক্র চলত।


আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস। সামনে এল ভুয়ো জন্ম ও মৃত্যুর সংশাপত্র তৈরির প্রতারণা চক্র। তদন্তে নেমে হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম, নুর হাসান মোল্লা। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে জন্মের ২টি ভুয়ো সংশাপত্র। একটি মোবাইল ফোন।


আরও পড়ুন: