সুমন ঘড়াই, কলকাতা: এবার প্রতি জেলায় তিন জন করে নোডাল অফিসার (Nodal Officer) নিয়োগ করতে হবে। কোথাও কোনও গন্ডগোলের খবর পেলে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে যাবে। বৃহস্পতিবার বিএসএফ-এর আইজির সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-ও।


নোডাল অফিসার নিয়োগ করতে হবে: ভোটপর্ব (Panchayat Poll 2023) মিটতেই এবার জোর দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এবং প্রশাসনের সমন্বয়। বৃহস্পতিবার, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন বিএসএফ-এর আইজি সতীশ চন্দ্র বুধাকোটি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। বুধবারই, রাজ্য নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বলে, 'আমরা কেন্দ্র, রাজ্য ও কমিশনকে একসঙ্গে কাজ করতে বলেছিলাম। এটা তার নমুনা? অসহযোগিতা করার অভিযোগ অত্যন্ত গুরুতর। চাইলে, আদালত অবমাননার নোটিস জারি করতে পারি।'


এরপরই, বিএসএফ-এর আইজির সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, প্রতি জেলায় তিন জন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। জেলা শাসক, পুলিশ সুপার এবং BSF-এর একজন করে নোডাল অফিসার থাকবেন। তাঁদের কাজ হবে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করা। কোথাও কোনও গন্ডগোলের খবর পেলে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে যাবে। বিএসএফ-এর আইজির সঙ্গে বৈঠকের পর, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপর, রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে জেলাগুলিকে নির্দেশ দিয়ে বলা হয় যে, ভোট চলাকালীন রাজ্য সরকারের যে সব ক্ষয়ক্ষতি হয়েছে, তার খতিয়ান জমা দিতে হবে।  ভোটপর্বে যারা অশান্তি করেছে বা বাধা দিয়েছে তাঁদের বিরুদ্ধে FIR করে ব্যবস্থা নিতে হবে। এই সমস্ত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে।


আগামী কয়েক দিন রোজ দুপুর তিনটের সময় জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। এই বৈঠকে রিপোর্ট দিতে হবে। BSF-এর তরফেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোট পরবর্তী হিংসার কোনও খবর পেলে সাংবাদ মাধ্যমকে জানানোর জন্য আবেদন করেছে BSF। সূত্রের, দাবি বৃহস্পতিবারের মধ্যে নোডাল অফিসার নিয়োগ করে, তাঁদের ফোন নম্বর শেয়ার করা হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন