আবির দত্ত, কলকাতা : 'হাউসফুল-২', 'হেট স্টোরি-৩' খ্যাত অভিনেত্রী জারিন খান। (Zareen Khan) অভিনেত্রীর বিরুদ্ধে কথা দিয়ে কথা না রাখার অভিযোগ। গ্রেফতারি পরোয়ানা জারি করল শিয়ালদা আদালত। বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে সাড়ে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও, কলকাতা ও উত্তর ২৪ পরগনার কালীপুজোর ৬টি অনুষ্ঠানে হাজির হননি তিনি। টাকা ফেরতও দেননি। অভিনেত্রীকে একটি প্রচারমূলক ভিডিও-তে বলতে শোনা যায়, 'নমস্তে, ম্যায় হুঁ জারিন খান। ম্যায় আ রহি হুঁ, আপকে শহর কলকাতা ৫ নভেম্বর কালীপুজো কি প্যান্ডালও মে।' কিন্তু তিনি কথা রাখেননি।
ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর মালিক বিশাল গুপ্ত যে অভিযোগ এনেছিন অভিনেত্রীর নামে, তা এককথায় চাঞ্চল্যকর। তাঁর নাকি সকাল সাড়ে ৬টায় ফ্লাইট ছিল। কিন্তু তিনি তা মিস করেন। এরপর ওই সংস্থাকে দিয়ে একাধিকবার তিনি প্লেনের টিকিট বুক করান। বিশাল গুপ্তর অভিযোগ, সে সময় ১ লাখ ৮০ হাজার করে টিকিট। ৫ বার বুক করান চারজনের জন্য। তাতে ৪২ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এছাড়াও সাড়ে ১২ লক্ষ টাকা জারিন নিয়েছিলেন অ্যাপিয়ারেন্সের জন্য।' কিন্তু তিনি আসেননি।
এদিকে তার প্রেক্ষিতেই এবার সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন অভিনেত্রীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। বলিউড অভিনেত্রীর আইনজীবীর দাবি, এ বিষয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এরপরও নিম্ন আদালতের এই রায় খতিয়ে দেখা হবে। অনুষ্ঠানের জন্য অভিনেত্রীকে দেওয়া প্রতিশ্রুতিও পালন করা হয়নি বলে জারিন খানের আইনজীবী দাবি করেছেন।
অভিনেত্রী না আসায় নারকেলডাঙা থানায় ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় FIR রুজু হয়ল জারিন ও তাঁর ম্যানেজার অঞ্জলি গৌতম অথার বিরুদ্ধে। জারিনকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। গত বছর ২৩ জুন জারিনের ম্যানেজার অঞ্জলিকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। (Calcutta High Court)
অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, টাকা ফেরত চাইলে আন্ডারওয়ার্ল্ডকে দিয়ে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন অভিনেত্রী।
বিশালের অভিযোগ, ' আমাকে থ্রেট দেয়, টাকা ফেরত চাইলে বলে ইনফ্লুয়েন্স খাটিয়ে শেষ করে দেব। আমাকে বম্বে ছাড়তে হয়। আন্ডারওয়ার্ল্ডকে দিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়। '
আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা বেরনোর পর কলকাতা পুলিশ সূত্রে খবর, এবার মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করবে তারা। প্রতিক্রিয়ার জন্য অভিনেত্রী জারিন খানকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। মেসেজ করা হলে তার জবাবও এখনও পর্যন্ত মেলেনি। এবিষয়ে জিজ্ঞাসা করা হলে, জারিনের ম্যানেজার অঞ্জলি গৌতম অথাও কোনও মন্তব্য করতে চাননি। বর্তমানে তিনি জারিনের ম্যানেজার নন বলেও দাবি করেছেন অঞ্জলি।