মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বড়দিনের প্রাক্কালে গোলাপ ফুল নিয়ে হাজির সান্তা। এই সান্তার ঝুলি ভর্তি চকোলেট, দামী উপহার না থাকলেও রয়েছে অন্য উপহার। কেমন? এই সান্তা উপহার দেননি, তবে দিলেন সচেতনার পাঠ। হেলমেট বিহীন বাইক চালকদের এবং সিট বেল্টবিহীন গাড়ির চালকদের আটকাল সান্তা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক তুহিন চৌধুরীর নেতৃত্ব চলল সচেতনতা বৃদ্ধির প্রচার।                                                                                                                           


উপস্থিত ছিলেন ট্রাফিক আধিকারিক সুবীর রায় ও অরবিন্দ গোস্বামীসহ ট্রাফিক অন্যান্য আধিকারিকরাও। লক্ষ্য পথ দুর্ঘটনা রোধ করা। তাই সান্তা সেজে এই প্রচার। এ প্রসঙ্গে এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী বলেন, বড়দিনে  সিটি সেন্টার জুড়ে উপচে পড়ে ভীড়। তার আগে সান্তাকে সঙ্গে নিয়ে গাড়ির চালকদের গোলাপ ফুল দিয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 


বর্ষ শেষের আনন্দে ভিড় বাড়ছে দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে, চার্চ থেকে শুরু করে পার্ক রেস্তোরাঁ সর্বত্রই মানুষের ভিড়, দুর্ঘটনা রোধে তাই তৎপর আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ট্রাফিক  বিভাগ, সচেতনতা বাড়াতে প্রথমে গোলাপ ফুল দিয়ে গাড়ির চালকদের বোঝানো হচ্ছে হেলমেট পড়ার গুরুত্ব ও শিট বেল্ট বাধার গুরুত্ব, বছরের অন্যান্য সময়ে আর্থিক জরিমানাসহ অন্যান্য প্রক্রিয়াগুলো চলে। কিন্তু এই উৎসবের সময় সে সব পথে হাঁটতে চায় না প্রসাশন। কঠোর কোনও পদক্ষেপ না করে তাই ট্রাফিকের আধিকারিকরা সান্তা সেজে জনগন কে সচেতন করছেন বলেই জানিয়েছেন তাঁরা।